Srijit Mukherji: জল্পনা সত্যি, সৃজিতের হাত ধরে বলিউডে আসছেন শার্লকরূপী কে কে মেনন
Sherlock Homes Look: সোশ্যাল মিডিয়ায় আজ একটি ছোট্ট ভিডিও শেয়ার করে নিয়েছেন সৃজিত। কয়েকটি ব্লক জুড়ে তৈরি করছে শার্লক হোমসের ছবি। সেখানে মাথায় টুপি, চোখে সন্দিগ্ধ দৃষ্টি নিয়ে তাকিয়ে রয়েছেন কে কে মেনন

কলকাতা: সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee)-র হাত ধরে বলিউডে আসছেন শেখর হোমস (Shekhar Homes)। এই খবর প্রকাশ পেয়েছিল আগেই, আর এবার মুক্তি পেল ছবির ফার্স্ট লুক। সেখানেই দেখা মিলল শার্লক হোমস-রূপী কে কে মেনন (K K Menon)-এর। ছবিতে মুখ্যভূমিকায় দেখা যাবে তাঁকেই। শার্লকের বন্ধু ওয়াটসনের ভূমিকায় থাকছেন রণবীর শোরে। জিও সিনেমাতে মুক্তি পাবে স্যর আর্থার কোনাল ডয়েলের গল্প থেকে অনুপ্রাণিত ছবি 'শেখর হোম'।
সোশ্যাল মিডিয়ায় আজ একটি ছোট্ট ভিডিও শেয়ার করে নিয়েছেন সৃজিত। কয়েকটি ব্লক জুড়ে জুড়ে তৈরি করছে শেখর হোমসের ছবি। সেখানে মাথায় টুপি, চোখে সন্দিগ্ধ দৃষ্টি নিয়ে তাকিয়ে রয়েছেন কে কে মেনন। সৃজিত এই ছবি শেয়ার করে লিখেছেন, 'সব ছবিগুলিকে একসঙ্গে জুড়ে ফেলুন আর আপনি বুঝতে পারবেন, একমাত্র এই মানুষটাই সমস্ত রহস্যের সমাধান করতে পারেন'। সঙ্গে সৃজিত এও জানিয়েছেন আর্থার কোনাল ডয়েলের লেখা থেকে অনুপ্রাণিত এই ছবি।
প্রসঙ্গত, সদ্যই 'সত্যি বলে সত্যি কিছু নেই'-এর শ্যুটিং শেষ করেছেন সৃজিত। 'এক রুকা হুয়া ফয়সালা' নামের একটি নাটক থেকেই তৈরি হয়েছে এই ছবিটির চিত্রনাট্য। প্রযোজনায় এসভিএফ (SVF)। মুখ্যভূমিকায় রয়েছেন, কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly), পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee), ফাল্গুনী চট্টোপাধ্যায় (Phalguni Chatterjee), কৌশিক সেন (Kaushik Sen), অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakrabarti), রাহুল বন্দ্যোপাধ্যায় (Rahul Banerjee), অনন্যা চট্টোপাধ্যায় (Ananya Chatterjee), সৌরসেনী মৈত্র (Sauraseni Maitra), কাঞ্চন মল্লিক (Kanchan Mullick), ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty), অর্জুন চক্রবর্তী (Arjun Chakrabarty), ও সুহোত্র মুখোপাধ্যায় (Suhotra Mukhopadhyay)। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির সব চরিত্রের লুকেরা। আর তার মধ্যে উল্লেখযোগ্য পরমব্রত চট্টোপাধ্যায়ের লুক।
এই ছবিতে ঋত্বিকের চরিত্রের নাম সুমিত। পরমব্রত চট্টোপাধ্যায়ের চরিত্রের নাম সত্য। অনন্যা চট্টোপাধ্যায় অভিনয় করবেন রূপার চরিত্রে। অর্জুন চক্রবর্তী অভিনয় করবেন কৌশিকের চরিত্রে। ফাল্গুনী চট্টোপাধ্যায় অভিনয় করবেন হাবুলের ভূমিকায়। কাঞ্চন মল্লিককে দেখা যাবে তাপসের ভূমিকায়। এই ছবিটিতে উঠে আসবে সামাজিক বিভিন্ন প্রেক্ষাপট, আর্থিক ও রাজনৈতিক পরিস্থিতি ও যৌনতা।
View this post on Instagram
আরও পড়ুন: Deepika Padukone: রূপটান ছাড়াও এত সুন্দরী! নতুন সদস্য আসার অপেক্ষায় ঝলমল করছেন দীপিকা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।





















