Shershaah Promotions: সম্পর্কের জল্পনা আরও উস্কে 'শের শাহ'-র প্রোমোশনে সিদ্ধার্থ-কিয়ারা রসায়ন
কার্গিল যুদ্ধে শহিদ ক্যাপ্টেন বিক্রম বাত্রা ও তাঁর বাগদত্তা ডিম্পল চিমার চরিত্রে অভিনয় করছেন সিদ্ধার্থ মলহোত্র এবং কিয়ারা আডবাণী। 'শের শাহ' ছবির প্রোমোশনে এই জুটির রসায়ন চোখ এড়াল না নেটিজেনদের।
মুম্বই : সিদ্ধার্থ মালহোত্র ও কিয়ারা আডবাণী। বলিউডের আনাচে কানাচে কান পাতলেই এই জুটির সম্পর্কের কথা শোনা যায়। বলা ভালো সিদ্ধার্থ-কিয়ারা জুটির ডেটিং কিংবা সম্পর্কের কথা এখন বলিউডের ওপেন সিক্রেট। এই জুটিকে এবার পর্দায় দেখা যাবে আর এক ভালোবাসার জুটির চরিত্রে অভিনয় করতে। কার্গিল যুদ্ধে শহিদ ক্যাপ্টেন বিক্রম বাত্রা ও তাঁর বাগদত্তা ডিম্পল চিমার চরিত্রে অভিনয় করছেন সিদ্ধার্থ ও কিয়ারা। 'শের শাহ' ছবির প্রোমোশনে এই জুটির রসায়ন চোখ এড়াল না নেটিজেনদের।
আগামী ১২ অগাস্ট অ্যামজন প্রাইম ভিডিওতে মুক্তি পেতে চলেছে ক্য়াপ্টেন বিক্রম বাত্রার জীবন অনুসারে তৈরি ছবি 'শের শাহ'। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে সেই ছবিরই প্রোমোশনের কিছু ভিডিও পোস্ট করেছেন সিদ্ধার্থ। সেই ভিডিওতে সিদ্ধার্থ-কিয়ারা জুটির রসায়ন চোখে পড়ার মতো। নেটিজেনরাও এই অভিনেতার পোস্টে তাঁদের ভালোবাসায় ভরিয়ে দিলেন।
প্রসঙ্গত, ১৯৯৯-এর কার্গিল যুদ্ধে মৃত্যুবরণ করেন ক্য়াপ্টেন বিক্রম বাত্রা। বাস্তবের এই নায়কের মৃত্যুর পর সারাজীবন অবিবাহিত থেকে গিয়েছেন তাঁর বাগদত্তা ডিম্পল। এরকম একটা ছবিতে বাস্তবের ভালোবাসার জুটির ভূমিকায় অভিনয় করতে পেরে কিয়ারা যে কতটা খুশি ও উত্তেজিত, তা তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। তাঁর কথায়, ক্যাপ্টেন বাত্রা এবং ডিম্পলের সম্পর্ক স্বর্গীয়। এরকম একটা চরিত্রে অভিনয় করতে পারা সত্যিই গর্বের।
উল্লেখ্য, সম্প্রতি একটি সাক্ষাৎকারে কিয়ারাকে এই বিশেষ সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, সিদ্ধার্থ তাঁর সবচেয়ে ঘনিষ্ট বন্ধু। যদিও 'শের শাহ'-এর নায়কের সঙ্গে সম্পর্কের কথা বলার সময় বেশ খানিকটা আমতা আমতা করতে এবং বেশ লজ্জা পেতেও দেখা যায় তাঁকে। এরই সঙ্গে বিয়ে নিয়ে তিনি কী ভাবনা চিন্তা করছেন, তাও স্পষ্ট করে জানিয়ে দেন। কিয়ারা জানান যে, তিনি কখনওই অ্যারেঞ্জ ম্যারেজ করবেন না। বিয়ে করতে হলে লাভ ম্যারেজই করবেন। কিয়ারার যে কথা শুনে গুঞ্জনের পারদ ঊর্ধ্বমুখী।