Shilpa Shetty: পুলিশের সঙ্গে এ কী ব্যবহার! শিল্পা শেট্টির কাণ্ড দেখে অবাক নেটদুনিয়া
Shilpa Shetty News: সম্প্রতি শিল্পা শেট্টিকে দেখা যায়, তিনি গিয়েছেন লালবাগচা রাজায়। তাঁকে ঘিরে উৎসাহী জনতার ভিড়

কলকাতা: বারে বারে শিরোনামে অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty)। সদ্য়ই তিনি রেস্তোরাঁ বন্ধ করার খবর দিয়েছিলেন। সখের রেস্তোরাঁ হঠাৎই বন্ধ করে দিচ্ছেন শিল্পা শেট্টি। আর এবার, গণেশ দর্শন করতে গিয়েও ফের শিরোনামে শিল্পা। সম্প্রতি লালবাগচা রাজার কাছে গিয়েছিলেন অভিনেত্রী। কে না জানে, মুম্বইয়ের লালবাগচা রাজায় আয়োজিত হয় মুম্বইয়ের সবচেয়ে বড় গণেশ পুজোর। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা, একবার গণপতি দর্শন না করলে যেন মন ভরে না মানুষের। আর সেখানের মন্দিরে গিয়েই বিতর্কে জড়ালেন অভিনেত্রী।
সম্প্রতি শিল্পা শেট্টিকে দেখা যায়, তিনি গিয়েছেন লালবাগচা রাজায়। তাঁকে ঘিরে উৎসাহী জনতার ভিড়। সাধারণভাবেই বলিউড অভিনেত্রীকে একবার কাছাকাছি থেকে দেখতে চান সাধারণ মানুষ। আর সেখানেই দেখা গেল, এক মহিলা পুলিশকর্মী শিল্পার সঙ্গে একটি সেলফি তোলার আবেদন করেন। তবে এ যেন অচেনা শিল্পা। আঙুল দিয়ে ওই মহিলা পুলিশকর্মীকে সেলফি তুলতে মানা করেন, বিরত থাকতে বলেন। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে ট্রোলিং।
অনেকেই বলেছেন, শিল্পা যখন বিচারকের আসনে বসেন, তখন তাঁকে কতটা সহমর্মী দেখায়। কথায় কথায় তাঁর চোখে জল আসে। অনুরাগীদের থেকে কিছু আবেগপ্রবণ কথা শুনলেও তাঁদের উঠে গিয়ে জড়িয়ে ধরেন শিল্পা। সান্তনা দেন। তবে এ যেন এক অন্য শিল্পা। তাঁর চোখে সহানুভূতির লেশমাত্র নেই। সেলফি তোলায় শিল্পা নারাজ হওয়ার সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে বিভিন্ন মন্তব্য করা হয়েছে। অনেকেই বলেছেন যে, শিল্পা উন্নাসিক। সেই কারণেই সাধারণত তিনি ছবি তুলতে চান না সবার সঙ্গে। অনেকেই লিখেছেন, শিল্পার অ্যাটিটিউড যেন শেষই হচ্ছে না।
প্রত্যেক বছরই শিল্পা শেট্টির বাড়িতে মহা সমারোহে গণেশ পুজো হয়। তবে এই বছর শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার বাড়িতে পুজো হয়নি। তাঁদের কাল অশৌচ পড়েছে। সেই কারণেই এবার তাঁদের বাড়িতে পুজো বন্ধ। সেই কারণেই শিল্পা গণপতি দর্শকে এসেছিলেন লালবাগচা রাজায়। তবে শিল্পা শেট্টির এই ব্যবহারে হতবাক অনেকেই। এই ব্যবহার অনেকেই যেন প্রত্যাশা করেননি।
View this post on Instagram






















