Shilpa Shetty on Karva Chauth: হাতে মেহেন্দি, লাল শাড়িতে সেজে করবা চৌথে চেনা ছন্দে শিল্পা
Shilpa Shetty News: প্রত্যেক বছরের মতোই লাল শাড়ি, ভারি গয়নায় সাজলেন শিল্পা শেট্টি। হাতে পুজোর থালা নিয়ে তিনি যথারীতি হাজিরও হয়েছিলেন সংবাদমাধ্যমের সামনে
কলকাতা: প্রত্যেক বছরই তিনি জমকালো করে করবা চৌথ পালন করেন। অন্যথা হল না এই বছরেও। লাল শাড়িতে সেজে, অনুরাগীদের সামনে করবা চৌথে সেই চেনা রূপে ধরা দিলেন শিল্পা শেট্টি (Shilpa Shetty)। হাতের মেহেন্দিতে রইল রাজ কুন্দ্রা (Raj Kundra)-র নাম।
বলিউডের অন্যতম পাওয়ার কাপল শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা। কঠিন সময়েও একে অপরের পাশে থেকেছেন তাঁরা। আর শিল্পা শেট্টির বাড়িতে পুজোর বেশ চল রয়েছে। প্রত্যেক অনুষ্ঠানই বেশ জমকালোভাবে পালন করেন তাঁরা। তা সে গণেশ চতুর্থী হোক বা করবা চৌথ। শিল্পা প্রত্যেক অনুষ্ঠানই পালন করেন বেশ জমকালোভাবে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন সেই সমস্ত ছবিও। শিল্পার গণেশ ভাসানের দিনের নাচ তো বিখ্যাত হয়ে রয়েছে।
বাদ গেল না করবা চৌথ-ও। প্রত্যেক বছরের মতোই লাল শাড়ি, ভারি গয়নায় সাজলেন শিল্পা শেট্টি। হাতে পুজোর থালা নিয়ে তিনি যথারীতি হাজিরও হয়েছিলেন সংবাদমাধ্যমের সামনে। সংবাদমাধ্যমকে নিজের হাতের মেহেন্দি দেখান শিল্পা। শেখানে লেখা রয়েছে রাজের নাম। হাতে ও পায়ে খুব হালকা মেহেন্দি করেছিলেন শিল্পা শেট্টি। কিন্তু তাতেই তিনি অপরূপা। এর আগে সোশ্যাল মিডিয়ায় মেহেন্দির ছবিও শেয়ার করে নিয়েছিলেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় শিল্পা শেট্টি একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন। সেখানে তিনি এক বন্ধুকে ধন্যবাদও জানিয়েছেন এত সুন্দর করে করবা চৌথের সমস্ত আয়োজন করার জন্য। সেই ভিডিও পোস্ট করেই তিনি অনুরাগীদের শুভ করবা চৌথ জানিয়েছেন। তবে শিল্পার সেই ভিডিওতে দেখা গেল না রাজ কুন্দ্রাকে। সেই ভিডিওতে কেবলমাত্র উপস্থিত ছিলেন মহিলারাই।
প্রসঙ্গত, আইনি জটে জড়িয়ে যাওয়ার পর থেকেই রাজ নিজের নতুন বেশ ধারণ করেছিলেন। সমস্ত সময়ে তিনি মুখ ঢাকা মাস্ক পরে ঘুরতেন। তবে বর্তমানে সেই মাস্ক ছেড়ে পুরনো চেহারায় ফিরে এসেছেন রাজ। এখন শিল্পার হাতে হাত রেখে নিজের ছন্দেই দেখা যায় তাঁকে।
View this post on Instagram
আরও পড়ুন: Sonakshi Sinha: সকালে লাল শাড়ি-সাজ, প্রথম করবা চৌথে সন্ধে হতেই বদলে গেল সোনাক্ষীর রূপ!
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।