এক্সপ্লোর
Advertisement
ননদের বিয়েতে জমিয়ে মজা, ভাংড়া নাচ শিল্পা শেট্টির, ছবি ও ভিডিও ভাইরাল
নয়াদিল্লি: বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টিকে সম্প্রতি তাঁর স্বামীর সঙ্গে পরিবারের একটি বিয়ের অনুষ্ঠানে মজায় মাততে দেখা গেল। বিয়ের অনুষ্ঠানে শিল্পার সঙ্গে তাঁর মা ও বোন শমিতা শেট্টিকেও দেখা গিয়েছে। বিয়ের অনুষ্ঠানে শিল্পাকে তাঁ পরিচিত ঝলমলে মেজাজেই দেখা গেল। শিল্পার ননদ রীতা কুন্দ্রার মেহেন্দি অনুষ্ঠান হল। এই অনুষ্ঠানে বেশ কিছু ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবি ও ভিডিওতে শিল্পাকে স্বামীর সঙ্গে নাচতে ও গাইতে দেখা গিয়েছে।বলাই বাহুল্য, অনুষ্ঠানটি তারিয়ে উপভোগ করেছেন তিনি।
ননদের মেহেন্দি অনুষ্ঠানের একটি ভিডিও শিল্পা ইনস্টগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে শেয়ার করেছেন। ভিডিওটিতে শিল্পাকে স্বামীর সঙ্গে ল্যাম্বোরগিনি গানের তালে নাচতে দেখা গিয়েছে। শিল্পার অনুরাগী মহলে ভিডিওটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
আরও একটি ভিডিওতে ঢোলের তালে জমিয়ে ভাংড়া করতে দেখা গিয়েছে শিল্পাকে। ভিডিওতেই স্পষ্ট, শিল্পা তাঁর গানে সম্পূর্ণ মশগুল।আর তাঁর নাচের ভিডিও করছেন স্বামী রাজ কুন্দ্রা। শিল্পা তাঁর মা ও বোনের সঙ্গে ছবি তুলেছেন। ফ্যাশন স্টেটমেন্টের জন্য পরিচিত শিল্পা এই অনুষ্ঠানে ক্রিম রঙের শরারা পরেছিলেন। ওই পোশাকে তাঁকে বেশ মানিয়েছে।
রাজ কুন্দ্রার পরণে ছিল পঠানি শ্যুট। শমিতা শেট্টি পরেছিলেন গোলাপি রঙের শরারা।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement