(Source: ECI/ABP News/ABP Majha)
Shilpa Shetty Update: ছোট্ট বোনের সঙ্গে খেলাচ্ছলে যোগা প্র্যাকটিস ফিটনেস সচেতন শিল্পা শেট্টির ছেলে ভিয়ানের
ছোট্ট বোন শমিশার সঙ্গে খেলাচ্ছলে যোগা প্র্যাকটিস করছে শিল্পা শেট্টির ছোট্ট ছেলে ভিয়ান। অভিনেত্রী ছেলে ভিয়ানের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকেই পোস্ট করা হয়েছে মিষ্টি একটি ভিডিও।
মুম্বই : বলিউড তারকাদের মধ্যে শিল্পা শেট্টি (Shilpa Shetty) যে দারুণ ফিটনেস সচেতন, তা আজ আর কাউকে বলে দেওয়ার দরকার নেই। স্বাস্থ্য সচেতন শিল্পা শেট্টি নিজের ফিটনেসের দিকে যেমন নজর দেন, তেমন পরিবারের অন্যান্য সদস্যদের ফিটনেসের দিকেও ততটাই নজর দেন। তাই শিল্পা শেট্টির সন্তানরাও যে তাঁর মতোই ফিটনেস সচেতন হবেন, তা বলাই বাহুল্য। আর তার প্রমাণও পাওয়া গেল। ছোট্ট বোন শমিশার সঙ্গে খেলাচ্ছলে যোগা প্র্যাকটিস করছে শিল্পা শেট্টির ছোট্ট ছেলে ভিয়ান। অভিনেত্রী ছেলে ভিয়ানের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকেই পোস্ট করা হয়েছে মিষ্টি একটি ভিডিও।
আরও পড়ুন - Bollywood Upcoming Film: কবে মুক্তি পাবে সলমন খানের 'টাইগার থ্রি' এবং শাহরুখ খানের 'পাঠান'?
সদ্যই শিল্পা শেট্টির ছেলে ভিয়ান কুন্দ্রার ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে একটি মিষ্টি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ছোট্ট বোন শমিশার সঙ্গে খেলায় মত্ত ভিয়ান। তবে শুধু খেলা নয়। একইসঙ্গে বোনকে যোগা প্র্যাকটিস করানোরও চেষ্টা করছে ভিয়ান। দুই ভাইবোনের এই মিষ্টি ভিডিও পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই দারুণ পছন্দ হয়েছে নেট নাগরিকদের। তাঁরাও কমেন্টে এবং লাইকে ভরিয়ে দিয়েছেন।
আরও পড়ুন - Heropanti 2 Release Date: অজয় দেবগনের 'মে ডে'-র সঙ্গে একইদিনে মুক্তি পেতে চলেছে টাইগার শ্রফের 'হিরোপন্থী টু'
'লাইফ ইন আ মেট্রো' অভিনেত্রী শিল্পা শেট্টি জানিয়েছেন যে, যোগা প্র্যাকটিসের ক্ষেত্রে তিনি তাঁর দুই সন্তান ভিয়ান এবং শমিশার জন্য গর্ব বোধ করেন। তিনি ভিয়ানের এই ভিডিও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন যে, 'বাচ্চারা মাটির তালের মতো হয়। তাঁদের স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার দায়িত্ব আমাদের হাতেই থাকে। তাই ছেলেবেলা থেকেই স্বাস্থ্যকর অভ্যাস করানো দরকার। স্বাস্থ্যকর খাবার খাওয়া, ফিট থাকা এবং মন ও আত্মার মধ্যে কীভাবে নিয়ন্ত্রণ ও সংযোগ রাখা, তাও আমাদের ওদের ছোটবেলা থেকেই শেখানো দরকার।যা আমি ভিয়ানকে ছোট থেকেই শেখাতে শুরু করেছি। আর আজ ও ছোট্ট বোনকে তা শেখাতে শুরু করেছে। আমি গর্ব বোধ করি ওদের জন্য।'