Heropanti 2 Release Date: অজয় দেবগনের 'মে ডে'-র সঙ্গে একইদিনে মুক্তি পেতে চলেছে টাইগার শ্রফের 'হিরোপন্থী টু'
ইতিমধ্যেই যশরাজ ফিল্মস, রণবীর সিংহ তাঁর আগামী ছবি 'এইট্টি থ্রি', আমির খান প্রোডাকশন 'লাল সিংহ চাড্ডা', শাহিদ কপূর তাঁর আগামী ছবি 'জার্সি'র মুক্তির দিন ঘোষণা করেছেন।
মুম্বই: শনিবারই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ঘোষণা করেছেন যে, আগামী ২২ অক্টোবর মহারাষ্ট্রে (Maharashtra) সিনেমাহল খুলে যেতে চলেছে। এরপর থেকেই বলিউডে একাধিক ছবি মুক্তির দিন ঘোষণা করা হয়েছে। যশরাজ ফিল্মস থেকে আমির খান প্রোডাকশন, সাজিদ নাদিয়াদওয়ালা থেকে রণবীর সিংহ এবং অন্যান্য বলিউড তারকারাও তাঁদের আটকে থাকা সমস্ত ছবির মুক্তির দিন ঘোষণা শুরু করে দিয়েছেন। যদিও শুরুটা করেছেন পরিচালক রোহিত শেট্টি। তিনিই সবার আগে তাঁর আগামী ছবি 'সূর্যবংশম'-র মুক্তির দিন ঘোষণা করেন।
আরও পড়ুন - John Abraham Upcoming Film: কবে মুক্তি পাবে জন আব্রাহামের আগামী ছবি 'সত্যমেব জয়তে টু'?
আরও পড়ুন - Rekha in Bollywood: বলিউডে ঐশ্বর্য রাইয়ের কুড়ি বছর পূর্তিতে তাঁকে ভালোবাসায় ভরা চিঠি রেখার
মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে সিনেমাহল চালু করার ঘোষণার পরই বলিউড অভিনেতা টাইগার শ্রফ (Tiger Shroff) তাঁর আগামী ছবি 'হিরোপন্থী টু'-র মুক্তির দিন ঘোষণা করেন। তারা সুতারিয়ার সঙ্গে তাঁর অ্যাকশন ড্রামা আগামী বছর ২৯ এপ্রিল মুক্তি পাবে বলে জানিয়েছেনম অভিনেতা। একইদিনে নিজের পরিচালিত, প্রযোজিত এবং অভিনীত ছবি 'মে ডে'-র মুক্তির দিন ঘোষণা করেন অজয় দেবগনও। তিনিও জানান যে আগামী বছর ২৯ এপ্রিল তাঁর এই ছবি মুক্তি পাবে। এই ছবিতে অজয় দেবগনের (Ajay Devgn) সঙ্গে অভিনয় করছেন অমিতাভ বচ্চন, বোমান ইরানি এবং রকুলপ্রীত সিংহ। দুটি হাইভোল্টেজ ছবিই মুক্তি পাচ্ছে একই দিনে। এতদিন পর ছবি মুক্তি পেলেও দুটি হাই ভোল্টেজ ছবি একই দিনে মুক্তি পাওয়ায় দর্শক ভাগ হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন - Honsla Rakh Trailer: রোম্যান্টিক-কমেডির মোড়কে মুক্তি পেলো শেহনাজ-দিলজিত-সোনমের 'হসলা রাখ'-র ট্রেলার
আরও পড়ুন - Khatron Ke Khiladi 11 Winner: কার জন্য 'খতরো কে খিলাড়ি'র ট্রফি জিতেছেন? জানালেন অর্জুন বিজলানি
প্রসঙ্গত, ইতিমধ্যেই যশরাজ ফিল্মস তাদের চারটি আটকে থাকা বড় বাজেটের ছবি মুক্তির ঘোষণা করেছে। এছাড়াও রণবীর সিংহ তাঁর আগামী ছবি 'এইট্টি থ্রি', আমির খান প্রোডাকশন 'লাল সিংহ চাড্ডা', শাহিদ কপূর তাঁর আগামী ছবি 'জার্সি'র মুক্তির দিন ঘোষণা করেছেন।