Shilpa Shetty's Twins: মেয়ে শমিশার সঙ্গে টুইনিং শিল্পার, ভিডিও ভাইরাল
সম্প্রতি নেট দুনিয়ায় শিল্পা শেট্টির (Shilpa Shetty) সঙ্গে তাঁর কন্যা শমিশার একটি ভিডিও শেয়ার করা হয়েছে পাপারাজ্জিদের পক্ষ থেকে। আর সেই ভিডিওতেই মজেছেন নেট নাগরিকরা।
![Shilpa Shetty's Twins: মেয়ে শমিশার সঙ্গে টুইনিং শিল্পার, ভিডিও ভাইরাল Shilpa Shetty's Twins In White With Her Daughter, Samisha, The Mother-Daughter Duo Makes Heads Turn Shilpa Shetty's Twins: মেয়ে শমিশার সঙ্গে টুইনিং শিল্পার, ভিডিও ভাইরাল](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/21/9967e23e44f86fac0164a67865b02236_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: ২০২০ সালে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty) এবং তাঁর স্বামী রাজ কুন্দ্রার জীবনে এসেছে দ্বিতীয় সন্তান। বড় ছেলে ভিয়ানের পর কন্যা সন্তান শমিশা এসেছে তাঁদের জীবনে। শিল্পা শেট্টি প্রায়শই সন্তানদের সঙ্গে নানা ছবি ও ভিডিও পোস্ট করে থাকেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। যা দেখে মন খুশি হয়ে যায় অনুরাগীদের। ছোট্ট শমিশাকে কখনও দাদার সঙ্গে যোগাসন করতে দেখা যায় তো কখনও মায়ের সঙ্গে খেলা করতে। সম্প্রতি নেট দুনিয়ায় শিল্পা শেট্টির সঙ্গে তাঁর কন্যা শমিশার একটি ভিডিও শেয়ার করা হয়েছে পাপারাজ্জিদের পক্ষ থেকে। আর সেই ভিডিওতেই মজেছেন নেট নাগরিকরা।
পাপারাজ্জিদের পোস্ট করা শিল্পা শেট্টির ভিডিওতে দেখা যাচ্ছে, কন্যা শমিশাকে কোলে নিয়ে কোথাও থেকে গাড়িতে উঠছেন বলিউড অভিনেত্রী। মা-মেয়ের দুজনেরই পরণে সাদা রঙের পোশাক। শিল্পা শেট্টিকে দেখা যাচ্ছে সাদা টি শার্টের উপর সাদা জ্যাকেট এবং নীল রঙের জিনস প্যান্টে। অন্যদিকে শমিশার পরণেও সাদা পোশাক। মাথায় সাদা রঙের কিছু দিয়ে চুল বাঁধা রয়েছে। মেয়েকে কোলে নিয়ে গাড়িতে উঠলেন অভিনেত্রী। ওঠার সময় ছবি শিকারীদের উদ্দেশে মাস্ক খুলে চিরাচরিত একগাল হাসিও ছুঁড়ে দেন।
প্রসঙ্গত, শিল্পা শেট্টিকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'হাঙ্গামা টু' ছবিতে। দীর্ঘদিন পর এই ছবি দিয়ে বড় পর্দায় ফিরেছেন তিনি। এখন তিনি ব্যস্ত রয়েছেন 'ইন্ডিয়ান আইডল চলতি সিজন' নিয়ে। সেখানে বিচারকের আসনে দেখা যাচ্ছে তাঁকে। সম্প্রতি ভ্যালেন্টাইন্স ডে-তে স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে বিশেষ ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কিছু ছবি পোস্ট করেছেন শিল্পা শেট্টি। সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে স্বামী রাজ কুন্দ্রার হাত ধরে হেঁটে বেড়াচ্ছেন তিনি। ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, 'আমার প্রতিদিনের ভ্যালেন্টাইন। ভালোবাসা আর বিশ্বাসই আমাদের এগিয়ে যেতে সাহায্য করেছে।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)