Hungama 2 Release: 'ছবিটার সঙ্গে অনেক মানুষ জড়িয়ে..' রাজ-বিতর্ক এড়িয়ে নতুন ছবি দেখার আবেদন শিল্পার
১৪ বছর পর ফের রুপোলি পর্দায় পা রাখছেন তিনি। কিন্তু তার আগে বিতর্কের মুখে দর্শকদের মনেও প্রশ্ন উঠেছিল, ২৩ তারিখ আদৌ মুক্তি পাবে তো 'হাঙ্গামা ২'?
মুম্বই: ১৪ বছর পর ফের রুপোলি পর্দায় পা রাখছেন তিনি। মোহময়ী এই অভিনেত্রীর কামব্যাকের জন্য মুখিয়ে ছিলেন অনুরাগীরা। কিন্তু তার আগে বিতর্কের মুখে দর্শকদের মনেও প্রশ্ন উঠেছিল, ২৩ তারিখ আদৌ মুক্তি পাবে তো 'হাঙ্গামা ২'? কিন্তু আশঙ্কা উড়িয়ে সোশ্যাল মিডিয়ায় নিজেই নতুন ছবির পোস্টার পোস্ট করলেন শিল্পা শেট্টি। সেই সঙ্গে লিখলেন লম্বা বার্তা। স্বামী রাজ কুন্দ্রার গ্রেফতারির পর এই প্রথম সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট করলেন অভিনেত্রী। এর আগে অবশ্য ইঙ্গিতপূর্ণ ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করেছিলেন তিনি।
আজ সোশ্যাল মিডিয়ায় 'হাঙ্গামা ২'-র ছবি পোস্ট করে শিল্পা লেখেন, 'আমি বিশ্বাস করি ও চেষ্টা করি যোগভ্যাস করার ও তা শেখানোর। এখন, এই মুহূর্তেই তো জীবন আছে। 'হাঙ্গামা ২'-র গোটা টিম অনেক খেটেছে একটা ভালো ছবি তৈরি করার জন্য। এই ছবিটা কখনও নষ্ট হতে পারে না। আমি সবাইকে অনুরোধ করব, সবাই নিজেদের পরিবারের সঙ্গে এই ছবিটা দেখুন। যারা এই ছবির সঙ্গে যুক্ত রয়েছে, সবার জন্য। ধন্যবাদ। শিল্পা শেট্টি কুন্দ্রা।'
এর আগেই ছবির প্রযোজক রতন জৈন জানিয়েছিলেন, শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার গ্রেফতারি এই ছবির মুক্তিতে কোনও প্রভাব ফেলবে না। কারণ ছবিতে শিল্পা অভিনয় করেছেন, শিল্পার স্বামী নয়। সেইমতোই আজ ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেল 'হাঙ্গামা ২'। যদিও রাজ কুন্দ্রা বিতর্কের পরে একটি প্রথম সারির চ্যানেলের ডান্স রিয়্যালিটি শো-এর বিচারক পদ ছেড়ে দিয়েছেন শিল্পা। তার জায়গায় এখন বিচারক হিসাবে এসেছেন করিশ্মা কপূর।
অশ্লীল ছবি বানিয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে তা সর্বত্র ছড়িয়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছিল শিল্পা শেট্টির স্বামীর বিরুদ্ধে। আর সেই অভিযোগে সোমবার গ্রেফতার করা হয়েছে ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে। আগামী ২৭ তারিখ পর্যন্ত পুলিশি হেফাজতেই থাকতে হবে রাজকে।
অন্যদিকে আদালতে রাজ কুন্দ্রার আইনজীবী দাবি করেছেন, ' ইনফরমেশন টেকনোলজির এই আইনকে ভারতীয় দণ্ডবিধির সঙ্গে একসঙ্গে পড়া যায় না। ইনফরমেশন টেকনোলজির ৬৭এ ধারায় বলা হয়েছে, একমাত্র শারীরিক সম্পর্ক হলে তবেই তা পর্ণোগ্রাফির আওতায় পড়ে। বাকি সমস্ত বিষয়কে অশ্লীল ছবি বলা যায় কিন্তু পর্ণোগ্রাফি না। ইতিমধ্যেই রাজ কুন্দ্রার প্রাক্তন পিএ উমেশ কামাতের থেকে ৭০টি আপত্তিকর ভিডিও উদ্ধার করেছে পুলিশ।