এক্সপ্লোর
ইমরান হাসমির আগামী ছবির নায়িকার ঠিকানা এখন রাজধানীর রাস্তা, কেন জানুন

নয়াদিল্লি: প্রদীপের নীচে যেমন অন্ধকার থাকে, ঠিক তেমনই বলিউডের গ্ল্যামার জগৎ-এর উল্টো দিকটাও ঘুটঘুটে অন্ধকার। সম্প্রতি ইমরান হাসমির আগামী ছবি 'আয়না'-র নায়িকা মডেল-অভিনেত্রী আলিশা খানকে রাজধানী দিল্লির রাস্তায় রাস্তায় ঘুরতে দেখা গিয়েছে। সূত্রের দাবি, নায়িকার বর্তমান ঠিকানা এখন দিল্লির রাজপথই, কারণ আলিশাকে তাঁর বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে নায়িকার মা ও ভাই। তাঁকে রাস্তায় দেখতে পেয়ে সংবাদমাধ্যমের এক প্রতিনিধি নায়িকার সঙ্গে কথা বলেছিলেন। তিনি জানান, তাঁর প্রাক্তন বয়ফ্রেন্ডের সঙ্গে তাঁর ঘনিষ্ঠমুহূর্তের ভিডিও সামনে এসে যাওয়ার জেরেই, তাঁকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। ইউটিউবে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও পোস্ট করার জন্যে অভিনেত্রী তাঁর বয়ফ্রেন্ডের বিরুদ্ধে থানায় এফআইআর-ও দায়ের করেছেন। প্রসঙ্গত, আলিশা ওয়াজির গাজি-উদ্দীনের বংশধর, যিনি গাজিয়াবাদ শহরটি তৈরি করেছিলেন। ভাগ্যের পরিহাসে সেই বংশের মেয়ে আজ ফুটপাথবাসী।
তবে বলিউডের নায়িকাদের এই করুণ পরিণতি এই প্রথম নয়। দিন কয়েক আগেই ওশিওয়াড়া থানার পুলিশ অভিনেত্রী মিতালি শর্মাকে চুরি করার সময় ধরে ফেলে। পরে জানা গিয়েছিল, মিতালিকে পথে ভিক্ষে করতেও দেখা গিয়েছিল। কারণ, কিছু আঞ্চলিক ভাষার ছবিতে কাজ করার পর, আর সেভাবে কোথাও তেমন কোনও সুযোগ পাননি মিতালি।
২০০৭ সালে জনপ্রিয় মডেল গীতাঞ্জলিকেও রাস্তায় ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল। শোনা গিয়েছিল তিনি পার্কে, মন্দিরে, কখনও আবার ফুটপাথেও রাত কাটিয়েছেন।
তবে বলিউডের নায়িকাদের এই করুণ পরিণতি এই প্রথম নয়। দিন কয়েক আগেই ওশিওয়াড়া থানার পুলিশ অভিনেত্রী মিতালি শর্মাকে চুরি করার সময় ধরে ফেলে। পরে জানা গিয়েছিল, মিতালিকে পথে ভিক্ষে করতেও দেখা গিয়েছিল। কারণ, কিছু আঞ্চলিক ভাষার ছবিতে কাজ করার পর, আর সেভাবে কোথাও তেমন কোনও সুযোগ পাননি মিতালি।
২০০৭ সালে জনপ্রিয় মডেল গীতাঞ্জলিকেও রাস্তায় ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল। শোনা গিয়েছিল তিনি পার্কে, মন্দিরে, কখনও আবার ফুটপাথেও রাত কাটিয়েছেন। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















