![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Shraddha-Rajkumar: 'ছোটবেলার স্বপ্ন সত্যি হয়েছে', বলছেন শ্রদ্ধা, 'স্ত্রী' না থাকলে আমি থাকতাম না', মন্তব্য রাজকুমারের
Shraddha Kapoor and Rajkumar Rao: আজ কলকাতায় এসে রাজকুমার শোনান, কীভাবে মিলে গিয়েছিল 'স্ত্রী' আর 'স্ত্রী ২'।
![Shraddha-Rajkumar: 'ছোটবেলার স্বপ্ন সত্যি হয়েছে', বলছেন শ্রদ্ধা, 'স্ত্রী' না থাকলে আমি থাকতাম না', মন্তব্য রাজকুমারের Shraddha Kapoor and Rajkumar Rao Stree 2 15 Aug release Entertainment News Bollywood Shraddha-Rajkumar: 'ছোটবেলার স্বপ্ন সত্যি হয়েছে', বলছেন শ্রদ্ধা, 'স্ত্রী' না থাকলে আমি থাকতাম না', মন্তব্য রাজকুমারের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/12/826ecc0e2b7308e2b1f055f5ba306444172347526759349_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: কলকাতায় 'স্ত্রী' (Stree) শ্রদ্ধা কপূর (Shraddha Kapoor) আর রাজকুমার রাও (Rajkumar Rao)। সামনেই মুক্তি পাচ্ছে নতুন ছবি 'স্ত্রী ২' আর তার প্রচারেই আজ শহর কলকাতায় এসেছিলেন শ্রদ্ধা আর রাজকুমার। লাল সালোয়ার কামিজে অপরূপা শ্রদ্ধা, অন্যদিকে কালো শার্ট-প্যান্ট পরেছিলেন রাজকুমার রাও। কলকাতায় বসেই চলল 'স্ত্রী'-এর আড্ডা।
আজ কলকাতায় এসে রাজকুমার শোনান, কীভাবে মিলে গিয়েছিল 'স্ত্রী' আর 'স্ত্রী ২'। রাজকুমার বলেন, 'আমরা যে জায়গা থেকে 'স্ত্রী'-এর শ্যুটিং শুরু করেছিলাম, সেই জায়গা থেকে 'স্ত্রী ২'-এর শ্যুটিংও শুরু করেছিলাম, সেই ছাদ, সেই জায়গা। শ্যুটিং শুরু হওয়ার দিন দুয়েক আগেই আমি আর শ্রদ্ধা ওখানে পৌঁছে গিয়েছিলাম। চান্দেরী, যে গ্রামে আমার আর শ্রদ্ধার ছবির সেট তৈরি হয়েছিল, সেখানে দিন দুয়েক আগেই পৌঁছে গিয়েছিলাম আমরা। এক একটা জায়গা দেখছিলাম আর মনে পড়ছিল এখানে এই শটটা দিয়েছিলাম, ওখানে বসে গল্প করেছিলাম। আসলে 'স্ত্রী' আমার কাছে খুব স্পেশাল। আমার নিজের স্ত্রী পত্রলেখা আর আমার এই 'স্ত্রী', শ্রদ্ধা। 'স্ত্রী' -রা না থাকলে আমরা তো থাকতামই না। আমার মনে হয় আমরা ২-৩ বছর অন্তর অন্তর আমরা স্ত্রীয়ের একটা করে পার্ট করতে পারি যেন কারণ এটা দুর্দান্ত অভিজ্ঞতা হয়ে থেকে যায়।'
অন্যদিকে শ্রদ্ধা আজ বলেন, ' স্ত্রী, 'স্ত্রী ২'-এর থেকে অনেক বেশি বড়, অনের বেশি এন্টারটেনিং। তাই মনে করছি, দর্শকেরা এই ছবিটা আরোই ভালবাসবেন। আমি আসলে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতেই ভালবাসি। এই অভিজ্ঞতা কী যে ভাল, যে মানুষ প্রেক্ষাগৃহে আমার ছবি দেখতে যাচ্ছে। আমি ভীষণ খুশি এই ছবির অংশ হতে পেরে। আমার সত্যিই কিছু বলার নেই.. আমি তো আমার ছোটবেলার স্বপ্নকে এখন বাঁচছি। যেটা করতে চেয়েছিলাম সেটাই করছি। বাবা-মা, মাসি সবাই আমার জন্য গর্বিত। আর কি চাই আমার। আমি নিজের কেরিয়ারটাকে যেমনভাবে চেয়েছি, তেমনভাবেই তৈরি করতে পেরেছি। কোনও কিছু করার কোনও বিশেষ নিয়ম হয় না। আমি সেটাই সবসময় প্রমাণ করতে চেয়েছি। স্রোতে গা ভাসিয়ে দিইনি।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)