Shreya Ghoshal: শ্রেয়াকে দেখতে বেলাগাম ভিড়, হুড়োহুড়িতে ভয়ঙ্কর পরিস্থিতি, কেউ হারালেন সংজ্ঞা, কারও চোট!
Shreya Ghoshal Concert : কেউ কেউ টাল সামলাতে না পেরে পড়ে যান। তার দিয়ে এগিয়ে আসে নিয়ন্ত্রণে না থাকা জনসমুদ্র। যে কোনও সময় ঘটে যেতে পারত ভয়ঙ্করতম পরিণতি।

প্রিয় গায়িকার গান শুনেই সাধ মেটে না। তাঁকে আরও কাছ থেকে এক ঝলক দেখার জন্য ক্রমেই ঢেলে এগোনোর চেষ্টা করছিল জনসমুদ্রের ঢেউ। নিরাপত্তারক্ষীদের দেওয়া বারবার সতর্কবার্তাও কানে ঢোকেনি কারও। অবশেষে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। বৃহস্পতিবার কটকে কনসার্ট ছিস শ্রেয়া ঘোষালের । বালি যাত্রা ময়দানে তিল ধারণের জায়গা ছিল না। তাঁর পারফর্মেন্স দেখতে হাজার হাজার ভক্ত জমা হয়েছিলেন। এই সময় কে এগিয়ে যেতে পারবেন, তাই নিয়ে হুড়োহুড়ি পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। কেউ কেউ টাল সামলাতে না পেরে পড়ে যান। তার দিয়ে এগিয়ে আসে নিয়ন্ত্রণে না থাকা জনসমুদ্র। যে কোনও সময় ঘটে যেতে পারত ভয়ঙ্করতম পরিণতি।
পিটিআই সূত্রে খবর, জেলা প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন, যখন শ্রেয়া ঘোষাল পারফর্ম করতে পৌঁছন, তখন বিপুল সংখ্যক মানুষ মঞ্চের দিকে ছুটে আসতে থাকেন। বিশৃঙ্খলাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। কিছুক্ষণের জন্য বন্ধ রাখতে হয় শ্রেয়ার কনসার্ট। এক জন পড়ে গিয়ে আহতও হন বলে খবর। সেই সঙ্গে আতঙ্কে দমবন্ধকর পরিস্থিতিতে জ্ঞান হারান একাধিক মানুষ। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তারপর অনুষ্ঠান শুরু করা সম্ভব হয়।
শ্রেয়া ঘোষালের কনসার্টে ধাক্কাধাক্কির মধ্যে একজন ব্যক্তি সংজ্ঞা হারান। এরপর তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী, পুলিশ কমিশনার এস দেব দত্ত সিং বলেছেন- 'কটকে বিশাল জন সমাবেশ হয়েছিল। ঠাসাঠাসি ভিড়ে তিল ধারণের জায়গা ছিল না। যাঁরা ভিড়ে দাঁড়াতে পারছিলেন না, তাঁদের কর্মকর্তাদের সাহায্যে বাইরে বের করা হয়। কোনও ধরনের হুড়োহুড়ি বা কারও গুরুতর আহত হওয়ার খবর নেই।'
'একজনের সামান্য চোট লেগেছে...'
পিটিআই-এর সঙ্গে কথা বলতে গিয়ে পুলিশ কমিশনার এস দেব দত্ত সিং বলেন- 'যদিও তেমন কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এটা সত্যি যে সেখানে বিশাল ভিড় ছিল, কিন্তু আমরা তা ভালোভাবে সামলেছি। একজনের সামান্য চোট লেগেছে এবং তাঁর অবস্থা স্থিতিশীল।'
শ্রেয়া ঘোষাল গেয়েছেন তাঁর হিট গান
এই প্রথম শ্রেয়া ঘোষাল কটকে পারফর্ম করেছেন। এই সময় তিনি ডোলা রে ডোলা, চিকনি চামেলি, মস্তানি হো গয়ি, রাধা, মনওয়া লাগে সহ তাঁর অসাধারণ গান গেয়ে সুরের আসর সাজিয়ে তোলেন।






















