Shreya Ghoshal Welcomes Baby Boy: কোলে এল শ্রেয়াদিত্যই, 'এই অনুভূতি আগে কখনও হয়নি', বলছেন শ্রেয়া
কোলে এল শ্রেয়াদিত্যই। মা হলেন সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল। বাবা হলেন শিলাদিত্য মুখোপাধ্যায়। আজ সোশ্য়াল মিডিয়ায় নিজেই মা হওয়ার খবর দেন তিনি। শ্রেয়ার কোলে এসেছে পুত্রসন্তান।
![Shreya Ghoshal Welcomes Baby Boy: কোলে এল শ্রেয়াদিত্যই, 'এই অনুভূতি আগে কখনও হয়নি', বলছেন শ্রেয়া Shreya Ghoshal Welcomes Baby Boy Shares heartfelt post Couple Shreya Shiladitya Mukhopadhyay become parents first time Shreya Ghoshal Welcomes Baby Boy: কোলে এল শ্রেয়াদিত্যই, 'এই অনুভূতি আগে কখনও হয়নি', বলছেন শ্রেয়া](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/22/46bd511873c9a4ff1cc0eba0c078042f_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: কোলে এল শ্রেয়াদিত্যই। মা হলেন সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল। বাবা হলেন শিলাদিত্য মুখোপাধ্যায়। আজ সোশ্য়াল মিডিয়ায় নিজেই মা হওয়ার খবর দেন তিনি। শ্রেয়ার কোলে এসেছে পুত্রসন্তান।
আজ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে শ্রেয়া লেখেন, 'ভগবানে আশীর্বাদে আমাদের কোলে ছোট্ট পুত্রসন্তান এসেছে। এই আবেগ আগে কখনও অনুভব করিনি। শীলাদিত্য, আমি আর আমাদের পরিবারের সবাই ভীষণ খুশি। আশীর্বাদ আর ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ।'
সম্প্রতি অভিনব কায়দায় নিজের সাধ উদযাপন করছিলেন 'মম টু বি' শ্রেয়া ঘোষাল। সেই সময় শ্রেয়াদিত্যের অপেক্ষায় ছিলেন শিলাদিত্য। কিন্তু কোভিড পরিস্থিতিতে কবলে পড়েও বাদ যায়নি শ্রেয়ার সাধের অনুষ্ঠান! প্রিয় বান্ধবীর সাধের রীতিনীতি পালন করতে হাজির হয়েছিলেন শ্রেয়ার গার্লস গ্যাং। মম টু বি লেখা স্যাসে পরে ল্যাপটপ স্ক্রিনের সামনে হাজির শ্রেয়াও। ভার্চুয়াল সাধ পালন হয়েছিল শ্রেয়ার। যদিও তাঁর পাতে ছিল বান্ধবীদের তৈরি করে পাঠানো বিভিন্ন পদ। শুধু কী খাবার! শ্রেয়ার জন্য উপহারও পাঠিয়েছিলেন সবাই। ল্যাপটপের সামনে বসেই পাত পেড়ে খেয়েছিলেন শ্রেয়া। আর মিষ্টি সেই সব মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখলেন হবু বাবা শিলাদিত্য। খাবার থালার ছবিও শেয়ার করেছিলেন শ্রেয়া। পাঁচ ভাজা থেকে শুরু করে মাছ, মাংস, পায়েস.. কী নেই সেখানে! খাবার সঙ্গে সঙ্গে শ্রেয়ার জন্য এসেছিল বিশেষ সব উপহারও। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লকডাউন নিয়ে আক্ষেপ শোনা গিয়েছিল শ্রেয়ার লেখনিতে।
কয়েক মাস আগেই সোশ্যাল মিডিয়ায় নিজের বেবিবাম্পের ছবি শেয়ার করে শ্রেয়া জানান, মা হতে চলেছেন তিনি।
অন্তঃস্বত্বা অবস্থাতেও করোনা নিয়ে চিন্তিত ছিলেন শ্রেয়া। ট্যুইটারে তিনি লিখেছিলেন, 'ভগবান আমাদের এই কঠিন সময়ের সঙ্গে মানিয়ে নেওয়ার ও লড়াই করবার শক্তি দিক। আমি সবার কাছে আবেদন করছি, খুব প্রয়োজন না হলে কেউ বাড়ির বাইরে বেরবেন না। প্রত্যেকে মুখে মাস্ক পরুন। এটা ভীষণ জরুরি। আর এন নাইনটি ফাইভ মাস্ক ব্যবহার করতে পারলে খুব ভালো। একটা ছোট্ট ভুলও প্রাণঘাতী হতে পারে।' ট্যুইটের সঙ্গে শ্রেয়া জুড়ে দেন হ্য়াশট্যাগ 'করোনা সেকেন্ড ওয়েভ'।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)