এক্সপ্লোর
Preeti Zinta: একের পর এক বাড়ি পুড়ে যাচ্ছে লস অ্যাঞ্জেলসে, কেমন আছেন প্রীতি জিন্টা আর তাঁর পরিবার?
Los Angeles: শুধু হলিউড তারকারাই নন বলিউডের বেশ কিছু খ্যাতনামী তারকাও থাকেন সেই শহরে। এর মধ্যে যেমন রয়েছে প্রীতি জিন্টা, তেমনই রয়েছেন প্রিয়ঙ্কা চোপড়াও।

আগুনের গ্রাসে লস অ্যাঞ্জেলেস, কেমন আছেন প্রীতি?
1/10

এই মুহূর্তে খবরে লস অ্যাঞ্জেলেস। লেলিহান শিখায় পুড়ে যাচ্ছে একের পর এক বিলাসবহুল বাড়ি। প্যারিস হিল্টন থেকে অ্যান্থনি হপকিন্স, দুয়া লিপার মতো তারকাদের বাড়ি পুড়েছে
2/10

লস অ্যাঞ্জেলেসে বাড়ি রয়েছে প্রীতি জিন্টার। কেমন আছেন তিনি? কেমন আছে তাঁর পরিবার? সোশ্যাল মিডিয়ায় সেই কথা জানালেন প্রীতি নিজেই।
3/10

শুধু হলিউড তারকারাই নন বলিউডের বেশ কিছু খ্যাতনামী তারকাও থাকেন সেই শহরে। এর মধ্যে যেমন রয়েছে প্রীতি জিন্টা, তেমনই রয়েছেন প্রিয়ঙ্কা চোপড়াও।
4/10

সোশ্যাল মিডিয়ায় প্রীতি জানিয়েছেন তিনি ও তাঁর পরিবার সুরক্ষিত রয়েছেন ঠিকই, কিন্তু গত কয়েকদিন ধরে তাঁরা যা দেখেছেন, তা অবিশ্বাস্য।
5/10

প্রীতির কথায়, 'দুঃস্বপ্নেও ভাবিনি এমন দিন দেখতে হবে লস অ্যাঞ্জেলেসে। যেখানে একের পর এক বাড়ি পুড়েছে। লোককে বাড়ি থেকে বার করে আনতে হচ্ছে। আকাশ ঢেকে গিয়েছে ধূসর কালো ছায়ায়।'
6/10

প্রীতি আরও লিখেছেন যে এই হাওয়া যদি না থামে, তাহলে তিনি আতঙ্কিত যে কী হবে তাঁর ও পরিবারের বয়স্ক ও শিশুদের। হাওয়া যত দিচ্ছে, ততই ছড়িয়ে পড়ছে আগুন।
7/10

প্রীতি ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন যে তিনি ও তাঁর পরিবার এখনও পর্যন্ত সুরক্ষিত রয়েছে। তবে তাঁদের দিন কাটছে যথেষ্ট আতঙ্কের মধ্যে। চারিদিকের এই ধ্বংসলীলা দেখে দেখে আতঙ্কিত হচ্ছেন প্রীতি
8/10

লস অ্যাঞ্জেলেসের নাগরিক জেন গুডএনাফকে বিয়ের পর থেকে সেখানেই থাকেন প্রীতি। তাঁর দুই সন্তানও রয়েছে। তবে সিনেমার কেরিয়ার থেকে এখন অনেক দূরে প্রীতি জিন্টা।
9/10

প্রীতি ছাড়াও লস অ্যাঞ্জেলেসে থাকে প্রিয়ঙ্কা চোপড়া, সোশ্যাল মিডিয়ায় আতঙ্কের কথা লিখেছেন তিনিও। তবে সুরক্ষিত রয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া ও তাঁর পরিবার
10/10

পুড়ে যাচ্ছে একের পর এক বিলাসবহুল বাড়ি। বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে নিরাপদ আশ্রয়ে। কবে এই পরিস্থিতি থিতু হবে এখন সেই আশাই করছেন প্রত্যেকে
Published at : 13 Jan 2025 07:00 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
