Shreya Ghoshal: এক্স অ্যাকাউন্ট হ্যাক, ১৬ দিন ধরে সমস্যায় শ্রেয়া ঘোষাল; অনুরাগীদের সতর্ক করে কী বললেন ?
Shreya Ghoshal's X Account Hacked: ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে গায়িকা শ্রেয়া ঘোষাল জানান, 'নমস্কার আমার অনুরাগীরা ও বন্ধুরা। আমার টুইটার বা এক্স অ্যাকাউন্ট ১৩ ফেব্রুয়ারি থেকে হ্যাক হয়ে আছে।'

মুম্বই: সম্প্রতি নিজের অনুরাগীদের সতর্ক করে জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল জানিয়েছেন যে তার এক্স অ্যাকাউন্ট বিগত ১৩ ফেব্রুয়ারি (Shryea Ghoshal) থেকে হ্যাক হয়ে আছে। আজ শনিবার নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে সকলের উদ্দেশ্যে এই বার্তা দেন গায়িকা। এমনকী জানান যে এই অ্যাকাউন্ট বহু চেষ্টা করেও তিনি পুনরুদ্ধার করতে পারছেন না।
ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ছবি শেয়ার করে জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল জানান, 'নমস্কার আমার অনুরাগীরা ও বন্ধুরা। আমার টুইটার বা এক্স অ্যাকাউন্ট ১৩ ফেব্রুয়ারি থেকে হ্যাক হয়ে আছে। এক্স টিমের সঙ্গে নানাভাবে যোগাযোগ করার জন্য আমার সাধ্যমত সব রকম চেষ্টাই আমি করেছি। কিন্তু কিছু অটো জেনারেটেড উত্তর ছাড়া অতিরিক্ত কিছু জানা যায়নি বা আমার তাতে কোনো উপকার হয়নি। এমনকী আমি আমার (Shryea Ghoshal) অ্যাকাউন্ট ডিলিটও করতে পারছি না। আমার অ্যাকাউন্টে নিজে লগ ইনও করতে পারছি না। ফলে আমার সেই অ্যাকাউন্ট থেকে কোনও লিঙ্ক বা কোনও মেসেজ আপনাদের কাছে গেলে বিশ্বাস করবেন না, ভুলেও ক্লিক করবেন না। সেগুলি সবই স্প্যাম এবং প্রতারণামূলক কাজের অংশ হতে পারে। যদি এই অ্যাকাউন্ট পুনরুদ্ধার করতে পারি তাহলে নিজে আমি একটি ভিডিয়ো করে সকলকে আবার জানাব'।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাঁর গাওয়া 'চিকনি চামেলি' গান নিয়ে নিজের অস্বস্তির কথা জানিয়েছেন শ্রেয়া ঘোষাল। তিনি (Shryea Ghoshal) জানিয়েছেন যে তাঁর গাওয়া বেশ কিছু গান নিয়ে নিজের অস্বস্তি হয় আর তেমনই একটি গান হল ক্যাটরিনা কাইফ অভিনীত 'অগ্নিপথ' ছবির গান 'চিকনি চামেলি'। শ্রেয়া সেই সাক্ষাৎকারে জানান যে তিনি সময়ের সঙ্গে আরও বেশি সচেতন হচ্ছেন এই বিষয়ে কারণ আজকাল অনেক ছোট ছোট মেয়েদের এই গান গাইতে দেখেন। শ্রেয়া জানিয়েছেন, মাঝেমধ্যেই ছোট ছোট মেয়েরা তাঁর সামনে এসে গান করে। তারা হয়তো শ্রেয়ার গান ভালবাসে বলেই করে। কিন্তু কোনও পাঁচ-ছয় বছর বয়সি মেয়ে গানের অর্থ না বুঝে যখন এই ধরনের গান গায় তখন তিনি খুবই অস্বস্তিতে পড়ে যান। শ্রেয়া বলেন, "আমি একেবারেই চাই না এমনটা হোক, এটা একেবারেই ভাল শোনায় না।"
আরও পড়ুন: Women Rights: বিবাহিত মহিলাদের রয়েছে এই ৫ গুরুত্বপূর্ণ আইনি অধিকার, জেনে রাখা জরুরি
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
