Shreya Health Update: 'ভাল আছেন শ্রেয়স, পরিবারকে দেখে হেসেছেন..', কী বলছেন অভিনেতার স্ত্রী ?
Shreyas's health update : হৃদরোগে আক্রান্ত হওয়ার পর এখন কেমন আছেন জনপ্রিয় অভিনেতা শ্রেয়স তালপাড়ে ?
মুম্বই: প্রিয়জনের খারাপ খবর শুনলে ব্রেণ যতোটা দ্রুত পরপর মুহূর্তগুলিকে সাজিয়ে দেখায়, তা বোধয় অনেকসময় ৩০ সেকেন্ডের প্রোমোগুলিকেও হার মানায়। ২০০২ এ ক্যারিয়ার শুরুর ৫ বছরের মধ্যে 'ওম শান্তি ওম'-এ শাহরুখের সঙ্গে স্ক্রিণ ভাগ করে নেওয়া, কিংবা গোলমাল রিটার্ন-হাইজফুল ২-এ দর্শককে অনাবিল আনন্দ দেওয়া, শ্রেয়স তালপাড়ে নামটা শুনলেই দ্রুত মনে পড়ে যায়। তাঁর হাসিমুখটা বরাবরই দর্শকদের হৃদয় ছুঁয়ে গিয়েছে। সম্প্রতি সেই ছন্দে ছেদ পড়েছিল।মাত্র ৪৭ বছর বয়েসে দাঁড়িয়ে গত বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হন জনপ্রিয় অভিনেতা শ্রেয়স তালপাড়ে (Shreyas Talpade)। যে খবর প্রকাশ্যে আসতেই সকল অনুরাগীরাই তাঁর আরোগ্যকামনা করেছেন। আর 'মন থেকে কিছু চাইলে..' তা যে পাওয়া যায়, তাঁরই অভিনীত ছবি সেকথা মনে করায়। তাই শেষ অবধি পাওয়া খবরে, জানা গিয়েছে, আগের থেকে ভাল আছেন শ্রেয়স। পরিবারের লোককে দেখে হেসেছেনও তিনি। ইন্সটাগ্রামে শ্রেয়সের শারীরিক অবস্থা নিয়ে আপডেট দিয়েছেন স্ত্রী দীপ্তি।
View this post on Instagram
'শ্রেয়সের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল'
স্ত্রী দীপ্তি ইন্সটাগ্রামে জানিয়েছেন, 'শ্রেয়সের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। কিছুদিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। হাসপাতালের চিকিৎসক এবং মেডিক্যাল টিমের অসম্ভব যত্ন নেওয়া এবং ওকে সঠিক সময়ে চিকিৎসা দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। শ্রেয়স ধীরেধীরে সুস্থ্য হয়ে উঠছেন।' তবে এর পাশাপাশি তিনি সংবাদমাধ্যমকে তাঁদেরকে তাঁদের মতো করে থাকতে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।
আরও পড়ুন, শহরে বোমাতঙ্ক,রক্তারক্তি! প্রাণসংশয়ে দৌড়াদৌড়ি! কী কী চমক 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স'-এর টিজারে?
শ্যুটিং থেকে ফিরেই অসুস্থ অনুভব করতে শুরু করেন
মূলত গত বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হন জনপ্রিয় অভিনেতা শ্রেয়স তালপাড়ে (Shreyas Talpade)। ১৪ ডিসেম্বর তিনি ওয়েলকাম টু দ্য জঙ্গল ছবির শ্যুট থেকে ফিরে আসার পরেই অসুস্থ অনুভব করতে শুরু করেন। এরপরই তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। সেই রাতেই অভিনেতার অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। ভর্তি করা হয় আইসিইউ-তে।প্রসঙ্গত, বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেতা শ্রেয়স। ইতিমধ্যেই সেরেছেন একাধিক ছবির শ্যুটিং। ভবিষ্যতে কঙ্গনার এমারজেন্সি ছবিতে শ্রেয়সকে অটল বিহারি বাজপেয়ির ভূমিকায় দেখতে পাওয়া যাবে।