Shruri Haasan Marriage : কবে বিয়ে করছেন? অনুরাগীর প্রশ্নে মুখের মতো জবাব শ্রুতি হাসানের
এক অনুরাগী অভিনেত্রীকে জিজ্ঞাসা করে বসেন, তিনি কবে বিয়ে করছেন? অনুরাগীর এই প্রশ্নে শ্রুতি হাসান যা উত্তর দিলেন, তা তাঁর পক্ষেই দেওয়া সম্ভব।
মুম্বই : সোশ্যাল মিডিয়ায় শ্রুতি হাসানের জনপ্রিয়তা চোখে পড়ার মতো। ইনস্টাগ্রামে তাঁকে লক্ষ লক্ষ মানুষ ফলো করেন। শুধু তাই নয়, অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় লাইভ চ্যাটে কথাবার্তাও বলেন অভিনেত্রী। সম্প্রতি এমনই একটা লাইভ চ্যাটে অনুরাগীদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন শ্রুতি। ইনস্টাগ্রামে তাঁর লাইভ চ্যাটের বিষয় ছিল 'আস্ক মি এনিথিং'। অর্থাৎ, এই অভিনেত্রীকে যে কোনও প্রশ্ন করা যেতে পারে। সেখানেই এক অনুরাগী অভিনেত্রীকে জিজ্ঞাসা করে বসেন যে তিনি কবে বিয়ে করছেন? অনুরাগীর এই প্রশ্নে শ্রুতি হাসান যা উত্তর দিলেন, তা তাঁর পক্ষেই দেওয়া সম্ভব।
অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন সম্পর্কে অনুরাগীদের বরাবরের আগ্রহ। তাঁরা কবে বিয়ে করছেন, তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকেন অনুরাগীরা। তেমনই শ্রুতি হাসানকে কাছে পেয়ে সরাসরি প্রশ্নটা করেই ফেললেন এক অনুরাগী। এই অভিনেত্রীও দিলেন মোক্ষম জবাব। বললেন, 'সত্যি কথা বলতে কি আমার মনে হয় না আমি বিয়ে করছি। আর এটা ২০২১। এবার আমাদের এসবের বাইরে বেরনো দরকার। গোটা পৃথিবীতে অনেক বিষয় রয়েছে কথা বলার। তাই এসব আলোচনা ছেড়ে দেওয়া দরকার।'
যদিও এমনটা প্রথমবার নয়। এর আগেও বহুবার শ্রুতি হাসানকে তাঁর বিয়ের কথা জিজ্ঞাসা করেছিলেন অনুরাগীরা। তখনও বুদ্ধিদীপ্ত উত্তরে প্রশ্নকর্তাকে কাত করেছিলেন অভিনেত্রী। দক্ষিণী ছবির পাশাপাশি বলিউডেও নিজের জায়গা বেশ পাকা পোক্ত করে ফেলেছেন শ্রুতি। অভিনয়ের সঙ্গে সঙ্গে গানেও যে তিনি দক্ষ তা অনেকবার প্রমাণ করেছেন। স্বাধীনতা দিবসের প্রাক্কালে বলিউডের ১৫ তারকা মিলে তৈরি 'হম হিন্দুস্তানি' মিউজিক ভিডিওতেও গান গেয়েছেন তিনি।
প্রসঙ্গত, এই মুহূর্তে ডুডল আর্টিস্ট শান্তনু হাজারিকার সঙ্গে সম্পর্কে রয়েছেন শ্রুতি হাসান। তাঁরা দুজনেই এখন মুম্বইতে থাকেন। সোশ্যাল মিডিয়ায় নিজেদের ভালোবাসার ছবি দিতে মোটেই সঙ্কোচ বোধ করেন না। প্রকাশ্যেই নিজেদের প্রেমের ছবি শেয়ার করেন তাঁরা। অন্যদিকে, প্রভাসের বিপরীতে নতুন ছবির কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন শ্রুতি। ছবির নাম 'সালার'। জানা যাচ্ছে, ছবিটি পরিচালনা করছেন প্রশান্ত নীল।