Subhashree Ganguly: 'বলতে পারবেন কি, আপনাদের ভিউ, আপনাদের ভিশন, কোনওভাবে আমি ব্লক করেছি' : শুভশ্রী
Lionel Messi: মেসির সঙ্গে শুভশ্রীর ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। নতুন ভিডিও বার্তায় কী জানালেন অভিনেত্রে? ট্রোলারদের উদ্দেশেই বা কী বললেন?

কলকাতা : সোশ্যাল মিডিয়ায় লিওনেল মেসির সঙ্গে টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছবি ইতিমধ্যেই ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে। আর তা নিয়ে চলছে চূড়ান্ত ট্রোল। ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রীর স্বামী পরিচালক এবং তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী। এবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন শুভশ্রী নিজেই। কেন সেদিন তিনি যুবভারতীতে গিয়েছিলেন, কেন মেসির সঙ্গে ছবি তুলেছেন, সবটাই সবিস্তারে জানিয়েছেন অভিনেত্রী। তবে তার সঙ্গে সঙ্গে করেছেন একটি গুরুতর অভিযোগ। তার পাশাপাশি ট্রোলারদের উদ্দেশে অভিনেত্রীর সাফ প্রশ্ন, তাঁর সঙ্গে যেটা করা হচ্ছে সেটা ঠিক তো, অন্যায় নয় তো?
ফেসবুক পোস্টে শুভশ্রীর দাবি, তাঁর পাশাপাশি তাঁর দুই সন্তানকেও নিশানা করেছেন ট্রোলাররা। তাঁর কাছে প্রমাণ আছে বলেও দাবি করেছেন তিনি। আর মা হিসেবে যে এই বিষয়টা তিনি কোনওভাবেই মেনে নেবেন না, তাও স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন নিজের পোস্টে। ট্রোলারদের উদ্দেশে অভিনেত্রী এও বলেছেন যে, যাঁরা তাঁকে ট্রোল করছেন করুন, কিন্তু তাঁর সন্তানরা এই গোটা বিষয়ের সঙ্গে কোনওভাবেই যুক্ত নয়। তাঁদের যেন কেউ নিশানা না করেন। গত শনিবার ১৩ ডিসেম্বর যুবভারতীতে লিওনেল মেসির অনুষ্ঠানে যে চূড়ান্ত অব্যবস্থা, চরম বিশৃঙ্খলা দেখা গিয়েছে তার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন শুভশ্রীও। প্রিয় ফুটবল তারকাকে একটিবার দেখতে না পাওয়ার যে দুঃখে, সেই ব্যাপারে মেসি-ভক্তদের পাশে সমব্যথী হয়ে দাঁড়িয়েওছেন তিনি। তবে তাঁর সন্তানদের ট্রোলিং যে একেবারেই বরদাস্ত করবেন না, সেই কথাও সাফ জানিয়ে দিয়েছেন।
View this post on Instagram
সোশ্যাল মিডিয়ার ওই পোস্টে শুভশ্রী দাবি করেছেন, তাঁকে শনিবারের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই জন্য সকালে তিনি গিয়েছিলেন সেই হোটেলে, যেখানে মেসি ছিলেন। তাঁর সঙ্গে সাক্ষাৎ হয় মেসির। এরপর ছবি তোলেন তিনি। শুভশ্রীর দাবি, এরপর ওখানকার পিআর টিম থেকে তাঁকে যুবভারতীতে যাওয়ার কথা বলা হয়। অভিনেত্রীর দাবি, কেন তাঁকে সেদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল, কেনই বা মাঠে যেতে বলা হয়েছিল, সেটা যাঁরা ডেকেছেন বা বলেছেন তাঁরাই ভাল বলতে পারবেন। এর পাশাপাশি এই পোস্টে শুভশ্রীকে বারবার এও বলতে শোনা গিয়েছে যে, তিনি মাঠে ছিলেন, কিন্তু লিওনেল মেসিকে ঘিরে দাঁড়িয়ে ছবি তো তিনি তোলেননি। ফুটবল তারকাকে ঘিরেও থাকেকনি। শুভশ্রী বলেন, 'কেউ বলতে পারবেন আমি কারও ভিশন ব্লক করেছি? কেউ দেখাতে পারবেন? আমিই মাঠে থেকে মেসিকে দেখতে পাচ্ছিলাম না।'






















