Siddharth Kiara: এপ্রিলেই শুভদিন! 'দিলওয়ালো কি দিল্লি'-তে বসবে সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের আসর?
Siddharth Kiara Update: দিল্লিতেই সিদ্ধার্থের বাড়ি। সেখানেই আয়োজন করা হতে পারে এই রাজকীয় বিয়ের। প্রথমে আইনি বিয়ে সারবেন তাঁরা
মুম্বই: শাহিদ কপূর (Shahid Kapoor) আর কর্ণ জোহর (Karan Johar) ঠিক করে রেখেছেন, তাঁরা দুই বলি তারকার বিয়েতে 'ডোলা রে' গানে নাচ করবেন। এই খুনসুটি 'কফি উইথ কর্ণ সিজন ৭-এর ('Koffee With Karan 7')। কিন্তু সত্যিই কি সেই নাচের সময় আগত? বিয়ে করছেন কিয়ারা আডবাণী (Kiara Advani) ও সিদ্ধার্থ মলহোত্র (Sidharth Malhotra)!
বলিউডে সিদ্ধার্থ কিয়ারার প্রেম এখন প্রায় ওপেন সিক্রেট। বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে ঘরোয়া পার্টি, সবেতেই কাছাকাছি সিদ্ধার্থ কিয়ারা। সোশ্যাল মিডিয়াতেও একে অপরের খোলা কণ্ঠে প্রশংসা করেন তাঁরা। সূত্রের খবর, আর নিজেদের সম্পর্ক নিয়ে রাখঢাক করতে চান না তাঁরা।
আরও পড়ুন: Ujaan Ganguly: খুশির 'উজান', অক্সফোর্ডের শংসাপত্র পেলেন কৌশিক-পুত্র
সম্প্রতি একটি সাক্ষাৎকারে কিয়ারা জানিয়েছেন, সিদ্ধার্থের সঙ্গে সম্পর্ক নিয়ে আর কোনও দোটানা নেই।দুজনেই বিয়ের পরিকল্পনা করছেন তাঁরা। শুধু কি তাই, প্রায় ঠিক হয়ে গিয়েছে বিয়ের দিনও! শোনা যাচ্ছে, আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের এপ্রিল মাসে বিয়ে করবেন এই জুটি।
জানা যাচ্ছে, দিল্লিতেই সিদ্ধার্থের বাড়ি। সেখানেই আয়োজন করা হতে পারে এই রাজকীয় বিয়ের। প্রথমে আইনি বিয়ে সারবেন তাঁরা। এরপর থাকবে একটি ককটেল পার্টি ও তারপর বিয়ের অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠান কোথায় হবে সেই নিয়ে এখনও মুখ খোলেননি কেউই। বলিউডের কারা এই বিয়েতে উপস্থিত থাকবেন, এই অনুষ্ঠান আদৌ মুম্বইতে হবে নাকি দিল্লিতে হবে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।
'কফি উইথ কর্ণ সিজন ৭-এ এসে কি এই খবরেরই ইঙ্গিত দিয়েছিলেন শাহিদ? তিনি জানিয়েছিলেন, এই বছরের শেষের দিকেই একটি বড় ঘোষণা করতে চলেছেন কিয়ারা এবং তা সিনেমা সংক্রান্ত কোনও ঘোষণা নয়। সেই থেকেই সিদ্ধার্থ-কিয়ারার বিয়েতে অলিখিত শিলমোহর পড়েছিল যেন। জল্পনা সত্যি হবে তো? অপেক্ষায় অনুরাগীরা।