Siddharth Kiara Wedding: 'সাম গুলাবি..', সঙ্গীতের রাতে সিদ্ধার্থ কিয়ারার স্বপ্নের রঙে সাজল সূর্যগড় প্যালেস
Siddharth Kiara: রাতের অন্ধকার নামতেই প্যালেস সেজে ওঠে গোলাপি আলোয়। মনকাড়া সেই দৃশ্য। দূর থেকে অনেকেই ক্যামেরাবন্দি করেছেন প্যালেসের সেই গোলাপি আভার ছবি
মুম্বই: আজ মেহেন্দি আর সঙ্গীতের অনুষ্ঠানের। আর রাত পোহালেই স্বপ্নের সাতপাক। রাতের আঁধার নামতেই গোলাপি আভায় সেজে উঠল রাজস্থানের জয়সলমীরের সেই প্যালেস, যার দিকে এখন নজর রয়েছে সবার। সূর্যগড় প্য়ালেস। এখানেই বসবে সিদ্ধার্থ মলহোত্র (Siddharth Malhotra) ও কিয়ারা আডবাণী (Kiara Advani)-র বিয়ের আসর।
তাঁদের প্রেমের গল্প শুরু হয়েছিল এই ছবির হাত ধরেই। পর্দায় সৈনিক বিক্রম বত্রা (Vikram Batra)-র চরিত্রকে ফুটিয়ে তুলেছিলেন সিদ্ধার্থ মলহোত্র (Siddharth Malhotra)। কার্গিল যুদ্ধে বীর যোদ্ধার মতোই লড়াই করে প্রাণ দিয়েছিলেন বিক্রম বত্রা। কিন্তু শুধু বীর সৈনিক নয়, বিক্রম বত্রার চরিত্র ছিল বেশ অন্যরকম। সেই চরিত্রকে সার্থকভাবে পর্দায় ফুটিয়ে তুলে দর্শকদের মন কেড়েছিলেন সিদ্ধার্থ। আর সেই ছবিতেই সিদ্ধার্থের প্রেমিকা ডিম্পল চিমার ভূমিকায় অভিনয় করেছিলেন কিয়ারা আডবাণী (Kiara Advani)।
বলিউডে কানাকানি, এই ছবিই নাকি কাছাকাছি এনেছিল সিদ্ধার্থ আর কিয়ারাকে। তবে 'কফি উইথ কর্ণ'-তে কিয়ারা জানিয়েছিলেন, কেবল শেরশাহ নয়, অনেক আগে থেকেই একে অপরকে চিনতেন তাঁরা। তবে 'শেরশাহ'-র সৌজন্যেই একসঙ্গে কাজ করেছিলেন সিদ্ধার্থ কিয়ারা। এরপর থেকেই বলিউডে জোরালো হয় তাঁদের প্রেমের গুঞ্জন। সেই গুঞ্জন শেষমেশ গড়িয়েছে বিয়ের পিঁড়িতে। রাত গড়ালেই সাত পাকে বাঁধা পড়বেন সিদ্ধার্থ-কিয়ারা। রাজস্থানের জয়সলমীরে সূর্যগড় প্যালেসে বিয়ে হবে 'শেরশাহ' জুটির।
আরও পড়ুন: Ditipriya Suhotro: দিতিপ্রিয়া সুহোত্রর প্রেমপত্র জমছে 'ডাকঘর'-এ, উত্তর মিলবে তো?
অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় ঘুরছে একটি ভিডিও। আচমকা দেখে মনে হতেই পারে সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ের সঙ্গীতের ভিডিও ফাঁস হয়ে গেছে। কিন্তু না। তারকা জুটির বিয়ের আবহে একটি পুরনো ভিডিও হয়েছে ভাইরাল। ২০২০ সালে অরমান জৈন ও অনিশা মালহোত্রর বিয়েতে হাজির হয়েছিলেন সিড ও কিয়ারা। সেখানে একেবারে 'ফান' মুডে ক্যামেরাবন্দি দুজনেই। 'মেটালিক' লেহঙ্গায় ঝলমল করছেন কিয়ারা। অন্যদিকে কালো 'বন্ধগলা'য় নজর কাড়ছেন সিদ্ধার্থ। অনুষ্ঠানে ডিজে-র কনসোল থেকে শ্যুট করা হয়েছে সেই ভিডিও, 'ডান্স পার্টি' চলছিল তখন পুরো দমে।
আর রাতের অন্ধকার নামতেই প্যালেস সেজে ওঠে গোলাপি আলোয়। মনকাড়া সেই দৃশ্য। দূর থেকে অনেকেই ক্যামেরাবন্দি করেছেন প্যালেসের সেই গোলাপি আভার ছবি। যে প্রাসাদে স্বপ্ন সত্যি হবে সিদ্ধার্থ-কিয়ারার, সেই স্বপ্নের রঙেই যেন বিয়ের আগের রাতে সেজে উঠল সূর্যগড় প্যালেস। আর স্বপ্নের রঙ বোধহয় এমনই হয়। গাঢ় গোলাপি।