এক্সপ্লোর
রণবীরের সঙ্গে দীপিকার বিয়ে নিয়ে প্রতিক্রিয়া সিদ্ধার্থ মাল্যর

মুম্বই: বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহ কয়েকদিন আগে তাঁদের বিয়ের তারিখ ঘোষণা করেছেন। দুজনে যৌথ বিবৃতি জারি করে জানিয়েছেন, ১৪ ও ১৫ নভেম্বর তাঁদের বিয়ের অনুষ্ঠান হবে। দুই তারকার বিয়ের তারিখ প্রকাশ্যে আসার পর অনুরাগী থেকে বিশিষ্ট ব্যক্তিরা রণবীর ও দীপিকাকে অভিনন্দন জানিয়েছেন। তাঁদের মধ্যে আরও একটি নাম যুক্ত হল। তিনি হলেন, সিদ্ধার্থ মাল্য। তিনি দীপিকার বয়ফ্রেন্ড ছিলেন বলে খবরে একটা সময় বলিউড সরগরম ছিল।
দীপিকা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাঁর বিয়ের তারিখের কথা জানিয়েছিলেন। তাঁর ওই পোস্টে অনেক বড় তারকাই অভিনন্দন জানান। এই পোস্টেই সিদ্ধার্থ মাল্যরও কমেন্ট দেখা গিয়েছে। দীপিকার পোস্টে একটা ইমোজি কমেন্ট করেছেন তিনি।
উল্লেখ্য, দীপিকা ও রণবীর দীর্ঘদিন ধরেই একে অপরের সঙ্গে ডেট করছিলেন। যদিও তাঁরা দুজনে প্রকাশ্যে এ ব্যাপারে কোনও মন্তব্য করেননি। গত কয়েকমাস ধরে দুজনের বিয়ে নিয়ে জোর জল্পনা শুরু হয়েছিল। কোনও কোনও সংবাদমাধ্যমে জানানো হয়েছিল, ১২ নভেম্বর দুজনের বিয়ে হবে। আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে দীপিকা ও রণবীর ওই জল্পনায় ইতি টেনে দিয়েছেন। তবে বিয়ে কোথায় হবে, তা নিয়ে এখনও জল্পনা চলছে।
দীপিকা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাঁর বিয়ের তারিখের কথা জানিয়েছিলেন। তাঁর ওই পোস্টে অনেক বড় তারকাই অভিনন্দন জানান। এই পোস্টেই সিদ্ধার্থ মাল্যরও কমেন্ট দেখা গিয়েছে। দীপিকার পোস্টে একটা ইমোজি কমেন্ট করেছেন তিনি।
উল্লেখ্য, দীপিকা ও রণবীর দীর্ঘদিন ধরেই একে অপরের সঙ্গে ডেট করছিলেন। যদিও তাঁরা দুজনে প্রকাশ্যে এ ব্যাপারে কোনও মন্তব্য করেননি। গত কয়েকমাস ধরে দুজনের বিয়ে নিয়ে জোর জল্পনা শুরু হয়েছিল। কোনও কোনও সংবাদমাধ্যমে জানানো হয়েছিল, ১২ নভেম্বর দুজনের বিয়ে হবে। আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে দীপিকা ও রণবীর ওই জল্পনায় ইতি টেনে দিয়েছেন। তবে বিয়ে কোথায় হবে, তা নিয়ে এখনও জল্পনা চলছে। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















