Sidharth Kiara Wedding: কবে সন্তান আসবে সিদ্ধার্থ-কিয়ারার? জানিয়ে দিলেন জ্যোতিষী
Kiara Sidharth Wedding: সম্প্রতি এক জ্যোতিষী ভবিষ্যৎবাণী করেছেন। তিনি জানিয়েছেন কবে সন্তান আসতে পারে সিদ্ধার্থ - কিয়ারার জীবনে।
মুম্বই: শীঘ্রই বিবাহবন্ধনে আবদ্ধ হবেন সিদ্ধার্থ মলহোত্র (Sidharth Malhotra) ও কিয়ারা আডবাণী (Kiara Advani)। রাজস্থানের জয়সলমেরের সূর্যগড় প্যালেসে বসেছে তাঁদের বিয়ের আসর। ব্যক্তিগত জীবন গোপনেই রাখতে পছন্দ করেন দুই তারকা। তাই বিয়ে প্রসঙ্গে মুখ খুলতে দেখা যায়নি তাঁদের। জানা গিয়েছে, দুই তারকার পরিবার এবং ঘনিষ্ঠ কিছু অতিথি উপস্থিত থাকতে পারেন বিয়েতে। কর্ণ জোহর, শাহিদ কপূর, মীরা রাজপুত কপূর এবং আরও বেশ কিছুজনের নাম উঠে আসছে তাঁদের বিয়েতে আমন্ত্রিত অতিথিদের তালিকায়। সম্প্রতি এক জ্যোতিষী ভবিষ্যৎবাণী করেছেন। তিনি জানিয়েছেন কবে সন্তান আসতে পারে সিদ্ধার্থ - কিয়ারার জীবনে।
কবে সন্তান আসবে সিদ্ধার্থ - কিয়ারার সংসারে?
এক জ্যোতিষী সম্প্রতি জানিয়েছেন যে, বিয়ের পর সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণীর সম্পর্ক আরও মধুর হতে চলেছে। শুধু তাই নয়, তাঁদের পেশাগত ও ব্যক্তিগত জীবনেও অনেক উন্নতি আসবে। চলতি বছর অনেক সুখবর দিতে চলেছেন তাঁরা। তার মধ্যে একটি হল সন্তানের সুখবর। জ্যোতিষীর মতে, ২০২৩ থেকে ২০২৪-এর মধ্যেই সন্তান আসবে সিদ্ধার্থ - কিয়ারার সংসারে। বিয়ের পর দুই তারকাই আরও অনেক খ্যাতি লাভ করবেন।
আরও পড়ুন - Sidharth Kiara Wedding: বিয়ের পর কেমন হবে সিদ্ধার্থ-কিয়ারার ভবিষ্যৎ? কী জানাচ্ছে জ্যোতিষী?
প্রসঙ্গত, বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরই স্বামী ও স্ত্রী হবেন সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী। জানা গেছে বিয়ের পর নবদম্পতি সুখের সংসার পাতবেন সিদ্ধার্থের বিলাসবহুল প্রাসাদোপম অ্যাপার্টমেন্টে। এই অ্যাপার্টমেন্ট সাজিয়ে দিয়েছিলেন তারকা ডিজাইনার ও কিং খানের স্ত্রী গৌরী খান। সিদ্ধার্থের এই বিশাল বাড়ির দাম আনুমানিক ৭০ কোটি। রাজস্থানের জয়সলমেরের বিলাসবহুল পাঁচতারা হোটেল সূর্যগড় প্যালেস (Suryagarh Palace)। সেখানেই রাজকীয় ঢঙে সম্পন্ন হবে স্বপ্নের বিয়ে। আঁটোসাঁটো নিরাপত্তা। তার মধ্যেও ফাঁস হল 'ওয়েডিং ভেন্যু'র ভিডিও। দেখে আন্দাজ করা যায়, গোলাপী তাদের থিম রং। ঝাড় লণ্ঠনের সারি। 'সঙ্গীত' অনুষ্ঠানের প্রস্তুতি চলছে পুরোদমে। অন্দরের সেই ভিডিও পোস্ট করেছেন এক পাপারাৎজি। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল তা। গোটা দুনিয়া যখন বর ও কনে বেশে সিদ্ধার্থ ও কিয়ারাকে দেখার জন্য অপেক্ষার প্রহর গুনছে, তখন এমন ঝলক যে মানুষ লুফে নেবে তা বলাই বাহুল্য। অন্যদিকে এদিন ইনস্টাগ্রামে স্টোরি দেন জুহি চাওলা। বিমানে বসে ছবি তুলে ক্যাপশনে লিখেছেন, 'হ্যাশট্যাগ সিডকিয়ারা'।
এর আগে শোনা যাচ্ছিল, ৬ তারিখ, অর্থাৎ আজ সাত পাকে বাঁধা পড়বেন 'শেরশাহ' (Shershah) জুটি। কিন্তু সূত্রের খবর, আজ নয়, একদিন পিছিয়ে বিয়ের দিন ঠিক হয়েছে ৭ তারিখ। কিয়ারাকে বধূবেশে দেখার জন্য সিদ্ধার্থকে অপেক্ষা করতে হবে আরও কিছুক্ষণ। জানা যাচ্ছে, এখনও রাজস্থানের সূর্যগড় ফোর্টে আসছেন অতিথি অভ্যাগতরা। সবাই এখনও পৌঁছতে পারেননি। আর সেই সমস্ত পরিস্থিতি মাথায় রেখেই একদিন পিছিয়ে দেওয়া হয়েছে বিয়ের দিন। তবে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। রাজস্থানে পৌঁছে গিয়েছেন হবু বর-কনে আর আত্মীয়, পরিবার, পরিজনেরাও।