Sidharth Kiara: শিরোনামে সিদ্ধার্থ ও কিয়ারা, তাঁদের মোট সম্পত্তির পরিমাণ শুনলে চোখ কপালে উঠবে
Sidharth Malhotra and Kiara Advani: সিদ্ধার্থের মোট সম্পত্তি প্রায় ১০০ কোটির কাছাকাছি যা প্রত্যেক বছর ৪ থেকে ২১ শতাংশ হারে বৃদ্ধি পেতে থাকে। অন্যদিকে কিয়ারার মোট সম্পত্তি ২৫ কোটির আশপাশে।
নয়াদিল্লি: বলিউডে ফের বাজতে চলেছে বিয়ের সানাই (Bollywood Wedding)। তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্র (Sidharth Malhotra) ও কিয়ারা আডবাণীর (Kiara Advani) বিয়ে বলে কথা। এখন শিরোনামে কেবল তাঁরাই। এই সিড-কিয়ারা জুটিকে দর্শক 'শেরশাহ' (Shershah) ছবি থেকেই ভীষণ পছন্দ করেন। তাঁদের ট্যালেন্ট এবং যুবসমাজে তাঁদের খ্যাতির কথা মাথায় রেখে একাধিক ব্র্যান্ডও তাঁদের সঙ্গে কাজ করতে চান। দুই তারকার মিলিত সম্পত্তি (net worth) কত জানেন?
সিদ্ধার্থ-কিয়ারার ব্র্যান্ড ভ্যালু কত?
একাধিক বিজ্ঞাপনী সংস্থা ও ব্র্যান্ডের পছন্দ হচ্ছেন সিদ্ধার্থ মালহোত্র ও কিয়ারা আডবাণী। ছবির পারিশ্রমিকের পাশাপাশি বিজ্ঞাপন থেকেও বিপুল অর্থ আয় করেন তাঁরা। তাঁদের বিয়ে নিয়ে জল্পনার আবহে একাধিক বিজ্ঞাপনে তাঁদের একসঙ্গে কাজ করতে দেখা গেছে। তার জন্য মোটা অঙ্কের পারিশ্রমিকও পেয়েছেন তাঁরা।
অন্যদিকে, সিদ্ধার্থ মালহোত্র বলিউডে পা রাখেন ২০১২ সালে, 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবির হাত ধরে। খুব অল্প সময়ের মধ্যেই ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন তিনি। একাধিক প্রথম সারির ব্র্যান্ডের মুখ হয়ে ওঠেন সিদ্ধার্থ। তার মধ্যে 'এফএমসিজি', লাইফস্টাইল বা স্মার্টফোনও রয়েছে। সূত্রের খবর, প্রতি বিজ্ঞাপনী শ্যুটের জন্য ৩ কোটি টাকা করে চার্জ করেন সিদ্ধার্থ। তাঁর 'পাশের বাড়ির ছেলে'র মতো ব্যবহার ও নতুন প্রজন্মের মধ্যে জনপ্রিয়তা তাঁকে বিভিন্ন ব্র্যান্ডের প্রিয় পাত্র করে তুলেছে। এছাড়া প্রত্যেক ছবির জন্য তিনি ৬ থেকে ৮ কোটি টাকা নেন। তাঁর মাসিক আয় ১ থেকে ১.৪ কোটির আশেপাশে। সিদ্ধার্থ পালি হিলসে এক বিলাসবহুল বাড়িতে থাকেন। তাঁর '৩ বেডরুম'-এর অ্যাপার্টমেন্টের ডিজাইন করেছিলেন তারকা ডিজাইনার গৌরী খান। এখানেই শেষ নয়। সিদ্ধার্থের সম্পত্তির মধ্যে তাঁর দামী গাড়িও রয়েছে। সিদ্ধার্থের রয়েছে একটি ২.২৬ কোটি দামের 'রেঞ্জ রোভার ভোগ', ৬৬.৯৭ লক্ষের 'মার্সিডিজ এমএল ৩৫০ সিডিআই'।
অন্যদিকে, কিয়ারা আডবাণীর খ্যাতিও দিনে দিনে বেড়েই চলেছে। তাঁর বিজ্ঞাপনী চাহিদাও বাড়ছে। কসমেটিক্স, শপিং পোর্টাল থেকে শুরু করে ফিটনেস ব্র্যান্ড, কিয়ারা এখন নিয়মিত মুখ। প্রত্যেক এনডর্সমেন্ট থেকে তিনি ১ থেকে দেড় কোটি আয় করেন। প্রত্যেক ছবির জন্য কিয়ারা প্রায় ৩ কোটি টাকা করে চার্জ করেন। ডেবিউর পর থেকেই তাঁর সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স তরতরিয়ে বেড়েছে। কিয়ারাকে অনেকেই ফ্যাশন আইকন বলেও মনে করেন। তাঁর খ্যাতি তো প্রশ্নাতীত।
গাড়ির কথা বললে, কিয়ারাকে প্রায়ই তাঁর 'মার্সিডিজ বেন্জ ই২২০ ডি'-তে চড়ে দেখা যায়, যার দাম ৬০ লক্ষের আশেপাশে। সূত্রের খবর অনুযায়ী, প্ল্যানেট গোদরেজ স্কাইস্ক্র্যাপারে একটি ১৫ কোটি দামের অ্যাপার্টমেন্টের মালকিন তিনি।
সিদ্ধার্থের মোট সম্পত্তি প্রায় ১০০ কোটির কাছাকাছি যা প্রত্যেক বছর ৪ থেকে ২১ শতাংশ হারে বৃদ্ধি পেতে থাকে। অন্যদিকে কিয়ারার মোট সম্পত্তি ২৫ কোটির আশপাশে। অর্থাৎ তাঁদের মিলিত সম্পত্তি দাঁড়াচ্ছে ১২৫ কোটিতে গিয়ে।
বলিউডের তারকা দম্পতি ও ব্র্যান্ড মালিকদের পছন্দের তালিকায় রাজত্ব করছেন রণবীর সিংহ-দীপিকা পাড়ুকোন ও অনুষ্কা শর্মা-বিরাট কোহলি। এখন দেখার বিষয় এটাই যে বিয়ের পর এই তালিকায় নিজেদের স্থান করে নিতে পারবেন সিদ্ধার্থ মালহোত্র ও কিয়ারা আডবাণী?