Shah Rukh Khan: 'কর্ণেল লুথরা'র সঙ্গে 'পাঠান' দেখতে হাজির কিং খানের 'প্রথম নায়িকা', ট্যুইটারে মজার কথোপকথন
'Pathaan': রবিবার রেণুকা সাহানি তাঁর স্বামী আশুতোষ রানার সঙ্গে দুটি সেলফি পোস্ট করেন ট্যুইটারে। প্রথম ছবিতে তাঁদের দেখা যাচ্ছে গাড়ির মধ্যে বসে রয়েছেন। দ্বিতীয় ছবিতে তাঁরা থিয়েটারের মধ্যে।
নয়াদিল্লি: অভিনেতা স্বামী আশুতোষ রানার (Ashutosh Rana) সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি দেখতে যাওয়ার পথে ছবি পোস্ট করেন অভিনেত্রী রেণুকা সাহানি (Renuka Sahani)। পর্দার 'কর্ণেল লুথরা'র (Col Luthra) সঙ্গে ছবি পোস্ট করে মজার ক্যাপশন লেখেন রেণুকা। তার উত্তরে সোশ্যাল মিডিয়ায় চলল মজার কথোপকথন।
'পাঠান' দেখতে চললেন সস্ত্রীক 'কর্ণেল লুথরা'
বক্স অফিসে এখন শুধু 'পাঠান' রব। শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত এই ছবিতে কর্ণেল লুথরার চরিত্রে দেখা গেছে আশুতোষ রানাকে। ছবিতে তিনি শাহরুখের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।
রবিবার রেণুকা সাহানি তাঁর স্বামী আশুতোষ রানার সঙ্গে দুটি সেলফি পোস্ট করেন ট্যুইটারে। প্রথম ছবিতে তাঁদের দেখা যাচ্ছে গাড়ির মধ্যে বসে রয়েছেন। দ্বিতীয় ছবিতে তাঁরা থিয়েটারের মধ্যে। ক্যাপশনে রেণুকা লেখেন, 'অবশেষে পাঠান দেখতে চললাম। আবহাওয়া একেবারে ঠিক আছে, চেয়ারের বেল্টও বেঁধে নিয়েছি। কর্ণেল লুথরা জির সঙ্গে।'
রেণুকার এই পোস্ট রিট্যুইট করে মজার উত্তর দিয়েছেন স্বয়ং কিং খান। এই পোস্টের উত্তরে শাহরুখ ট্যুইটারে লেখেন, 'কর্ণেল লুথরাকে বলেছেন আপনি যে আমার প্রথম নায়িকা ছিলেন আপনিই!! নাকি আমাদের এটা টপ সিক্রেটই রাখা উচিত নয়তো আমাকে এজেন্সি থেকে উনি বের করে দিতে পারেন!!!' প্রসঙ্গত, ১৯৮৯ সালের টেলিভিশন সিরিজ 'সার্কাস'-এ শাহরুখ খান ও রেণুকা সাহানি একসঙ্গে কাজ করেছিলেন।
Col Luthraji ko bataya aapne ki aap meri pehli heroine hain!! Or should we keep it a Top Secret otherwise he may fire me from the agency!!! https://t.co/GsCj5h0vC2
— Shah Rukh Khan (@iamsrk) February 5, 2023
তবে কথোপকথন এখানেই থামেনি। শাহরুখের উত্তরে রেণুকা লেখেন, 'ওঁর থেকে কথা লুকনো খুব কঠিন। আপনিই তো ওঁকে অন্তর্যামী বলেছেন। আর যাই হয়ে যাক উনি আপনাকে চাকরি থেকে বের করতে পারবেন না কারণ আপনি যে কাজ করেন তা অন্য কেউ করতে পারবে না।'
Hahaha unsey koi baat chhupti kahaan hai? Aaphi ne unhe antaryaami kahaa hai 😃 aur chaahey jo ho jaaye, woh aapko fire nahi kar saktey kyunki jo kaam aap kartey hain woah koi aur nahi kar saktaa 🤗🙏🏾 https://t.co/D3JitHzCzg
— Renuka Shahane (@renukash) February 5, 2023
গোটা কথোপকথনে থেমে থাকেননি আশুতোষ রানাও। তিনি লেখেন, 'সময়ের সঙ্গে সঙ্গে মানুষের বয়স বাড়ে, আপনার ধার বাড়ছে। চিন্তা তো লুথরার হওয়ার কথা যে পরের মিশনে সে থাকবে কি না? কারণ শেষ দৃশ্যে আপনি লুথরাকে দিয়ে বলিয়েই নিলেন যে তলোয়ারও পাঠানের, নিয়মও পাঠানের।'
समय के साथ लोगों की ऐज बढ़ती है आपकी एज बढ़ रही है। चिंता तो लूथरा को है की वो अगले मिशन में रहेंगे की नहीं ? क्योंकि आख़िरी सीन में आपने लूथरा से कहलवा लिया तलवार भी पठान की और रूल्स भी पठान के.. 😅
— Ashutosh Rana (@ranaashutosh10) February 5, 2023
Superb electrifying performance by you @iamsrk ji..congratulations 💐🙏 https://t.co/Yaln4MaPwq
আরও পড়ুন: Siddharth Kiara Wedding: অপেক্ষার আরও ১ দিন, 'রোজ় ডে'-তে সিদ্ধার্থ-কিয়ারার সাত পাক
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'পাঠান' ছবিতে দেখা গেছে দীপিকা পাড়ুকোন, জন আব্রাহামকেও। স্পাই থ্রিলার এই ছবি মুক্তি পেয়েছে ২৫ জানুয়ারি।