গাঁটছড়া বাঁধছেন সিদ্ধার্থ মলহোত্র - কিয়ারা আডবাণী? নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন অভিনেতা
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বিয়ের প্রসঙ্গ ওঠে এবং সেই খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। অনেক অনুরাগী তো ধরেই নিয়েছেন যে খুব শীঘ্রই তিনি কিয়ারার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন।
মুম্বই: সম্প্রতি মুক্তি পেয়েছে হিন্দি ছবি 'শেরশাহ' (Shershaah)। ছবিতে দুই বলি তারকা সিদ্ধার্থ মলহোত্র (Sidharth Malhotra) ও কিয়ারা আডবাণীর (Kiara Advani) অনস্ক্রিন কেমিস্ট্রি বেশ নজর কেড়েছে দর্শকদের। অ্যামাজন প্রাইমে ১২ অগাস্ট মুক্তি পায় ছবিটি। তাঁদের মধ্যে অফস্ক্রিনেও সম্পর্কের গুঞ্জন চলছে বহুদিন, সম্প্রতি ইন্টারনেটে তাঁদের বিয়ের খবরও রটে যায়। এরপর সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করতে শুরু করেন সিদ্ধার্থ ও কিয়ারা।
যদিও প্রকাশ্যে নিজেদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কখনওই মুখ খোলেননি সিদ্ধার্থ বা কিয়ারা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বিয়ের প্ল্যানিং সম্পর্কে জানালেন অভিনেতা সিদ্ধার্থ মলহোত্র।
সিদ্ধার্থ মলহোত্রের বিয়ে নিয়ে কী প্ল্যানিং? (Sidharth Malhotra On His Marriage Plans)
বিয়ের কথা জিজ্ঞেস করা হলে অভিনেতা জানান, যখন বিয়ে করবেন তখন সবাইকে নিশ্চয়ই জানাবেন। 'আমি জানি না, আমি তো জ্যোতিষি নই। কার সঙ্গে এটা বেশি জরুরি। যখন হবে, তখন সবাইকে জানাব। কোনও সময়সীমা তেমন নেই এবং বিয়েটা সঠিকভাবে হতে হবে,' সাক্ষাৎকারে জানান 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' খ্যাত অভিনেতা।
তাঁর সাম্প্রতিক এক সাক্ষাৎকারেই এই বিয়ের প্রসঙ্গ ওঠে এবং সেই খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। অনেক অনুরাগী তো ধরেই নিয়েছেন যে খুব শীঘ্রই তিনি কিয়ারার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন। যদিও 'বার বার দেখো' অভিনেতা তাঁর বিয়ের ব্যাপারে কোনও নিশ্চিত তথ্য দেননি।
সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণীর আগামী কাজ (Sidharth Malhotra-Kiara Advani’s Upcoming Films)
'শেরশাহ' ছবিতে সিদ্ধার্থ এবং কিয়ারা উভয়ের অভিনয়ই বেশ প্রশংসিত হয়েছে। আপাতত তাঁরা দু'জনেই নিজেদের আগামী কাজ নিয়ে ব্যস্ত।
সিদ্ধার্থের ঝুলিতে আপাতত রয়েছে, 'থ্যাঙ্ক গড' এবং 'মিশন মজনু'। রশ্মিকা মান্দানার বিপরীতে তাঁকে 'মিশন মজনু' ছবিতে দেখা যাবে। এই ছবির হাত ধরেই বলিউডে পা রাখছেন রশ্মিকা।
অন্যদিকে কিয়ারা আডবাণীতে এরপর দেখা যাবে 'ভুল ভুলাইয়া ২' ছবিতে কার্তিক আরিয়ানের বিপরীতে। ১৯ নভেম্বর, রুপোলি পর্দায় ছবিটি মুক্তি পাওয়ার কথা।
এছাড়া শশাঙ্ক খইতানের পরবর্তী ছবিতে ভিকি কৌশলের বিপরীতে দেখা যাবে কিয়ারাকে। রাজ মেহতার 'যুগ যুগ জিও' ছবিতে বরুণ ধাওয়ানের বিপরীতে দেখা যাবে কিয়ারাকে। এই ছবিতে কিংবদন্তী অভিনেতা অনিল কপূর ও নীতু সিংহও আছেন।
আরও পড়ুন: Shah Rukh Khan's Digital Debut: ফের ভাইরাল বিজ্ঞাপন, এবার কি ওটিটি প্ল্যাটফর্মে শাহরুখ খান?