Sidharth Shukla Death: অস্বাভাবিক মৃত্যু নয়, জানাল পুলিশ, শুক্রবার সিদ্ধার্থের শেষকৃত্য
'সিদ্ধার্থ শুক্লর মৃত্যু রহস্যজনক নয়' বলছেন মুম্বই পুলিশের ডিএসপি। এর আগেও অভিনেতার পরিবারের তরফে জানানো হয়েছে, কোনওরকম মানসিক চাপ বা অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন না সিদ্ধার্থ।
মুম্বই: 'সিদ্ধার্থ শুক্লর মৃত্যু রহস্যজনক নয়' বলছেন মুম্বই পুলিশের ডিএসপি। এর আগেও অভিনেতার পরিবারের তরফে জানানো হয়েছে, কোনওরকম মানসিক চাপ বা অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন না সিদ্ধার্থ। তাঁকে হাসপাতালে আনার পরেই মৃত বলে ঘোষণা করা হয়েছিল। পরিবারের তরফ থেকে আরও অনুরোধ করা হয়েছে, সিদ্ধার্থের মৃত্যু নিয়ে যেন কোনওরকম গুজব ছড়ানো না হয়।
এখনও কুপার হাসপাতালে ময়নাতদন্ত করা হচ্ছে সিদ্ধার্থের দেহের। সূত্রের খবর, আজ হাসপাতালেই রাখা হবে তাঁর দেহ। আগামীকাল সকাল ৯টা থেকে ১০টার মধ্যে তাঁর দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। তারপরেই হবে সিদ্ধার্থের শেষকৃত্য। অভিনেতার পরিবারে মা ও তাঁর দুই বোন রয়েছেন।
বেলা গড়াতেই দুঃসবাদ। মায়ানগরীর যেন অভ্যাসে পরিণত হচ্ছে অকালমৃত্যু। মুম্বইয়ের কুপার হাসপাতালে প্রয়াত ছোটপর্দার সিদ্ধার্থ শুক্ল। ৪০ বছরেই থেমে গেল এক সম্ভাবনাময় অভিনেতার জীবন। হঠাৎ পাওয়া দুঃসংবাদে শোকস্তব্ধ বলিউড থেকে শুরু করে টলিউড। ৪০ বছরেই হৃদরোগ, হার্ট অ্যাটাক! অনেকেই মেনে নিতে পারছেন না, তরতাজা, হাসিমুখের ছেলেটা আর নেই।
নিয়মমাফিক পুলিশি তদন্ত করা হয়েছে ইতিমধ্যেই। মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, সিদ্ধার্থ শুক্লর মৃত্যুতে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। শারিরীক অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে তাঁর।
ইন্টিরিয়ার ডিজাইন-এ ডিগ্রি অর্জন করেছিলেন সিদ্ধার্থ। কিন্তু তারপর পেশা বদলে সিদ্ধান্ত নেন মডেলিং করার। সেখান থেকে অভিনয়ে আসা। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও কাজ করেছেন সিদ্ধার্থ।
জনপ্রিয় অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ মায়ানগরী। সোশ্যাল মিডিয়ায় মনখারাপ লিখলেন একাধিক অভিনেতা-অভিনেত্রীরা। সোশ্যাল মিডিয়ায় নিজের হোয়াটসঅ্যাপ স্টেটাসে ভিকি কৌশল লিখেছেন, 'বিশ্বাস করতে পারছি না। সিদ্ধার্থের পরিবার আর বন্ধুদের জন্য আমার সমবেদনা। ওঁনার আত্মা শান্তি পাক।' মনোজ বাজপেয়ী ট্যুইটারে লিখছেন, 'অত্যন্ত দুঃসংবাদ। এমন একজন কাছের মানুষ হারানোর পর আমার শোকপ্রকাশ করার সত্যিই কোনও ভাষা নেই। ওর আত্মা শান্তি পাক। আমি এখনও বিশ্বাস করতে পারছি না।' অর্জুন বিজলানী ট্যুইটারে লিখেছেন, 'জীবন এমনই অনিশ্চিত। এটা যে কোনও সময়ে, যে কারও সঙ্গে হতে পারে। আমার ভাই, তুমি শান্তিতে ঘুমাও। তোমার পরিবার আর বন্ধুদের অনেক অনেক শক্তি দিক ভগবান।' লেখার সঙ্গে সিদ্ধার্থের সঙ্গে একটি ছবিও জুড়ে দিয়েছেন অর্জুন। দুই বন্ধুকে হাসতে দেখা যাচ্ছে সেখানে।