কবে মুক্তি পাবে সিদ্ধার্থ-শেহনাজ জুটির মিউজিক ভিডিও 'অধুরা'?
শোনা যায়, একে অপরকে শুধু ডেট করাই নয়, সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিয়ে করারও চিন্তাভাবনা শুরু করে দিয়েছিল এই জুটি। খুব শীঘ্রই নাকি তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল।
মুম্বই: সিদ্ধার্থ শুক্ল (Sidharth Shukla) এবং শেহনাজ গিলের (Shehnaaz Gill) অনুরাগীদের জন্য সুখবর। অবশেষে মুক্তি পেতে চলেছে সিডনাজ জুটিকে নিয়ে তৈরি মিউজিক ভিডিও 'অধুরা'। চলতি বছরের শুরুতে এই গানের শ্যুটিং করেছিলেন দুই অভিনেতা। কিন্তু আচমকাই অকালে চলে যেতে হয় সিদ্ধার্থ শুক্লকে। তাই মিউজিক ভিডিওর কিছু কাজ বাকি থেকে গিয়েছিল। কিন্তু প্রিয় অভিনেতাকে শেষ একবার চোখের দেখা দেখার জন্য অনুরাগীদের আবেদনে অবশেষে মুক্তি পেতে চলেছে।
আরও পড়ুন - বলিউডের এই জনপ্রিয় দম্পতি চার বছর বিয়ের খবর গোপন করেছিলেন, জানাননি মা-বাবাকেও!
আরও পড়ুন - Shehnaaz Gill Emotional Post: সিদ্ধার্থ শুক্লর প্রয়াণের পর ভালোবাসা নিয়ে মুখ খুললেন শেহনাজ গিল
টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস' থেকেই শুরু হয় সিদ্ধার্থ শুক্ল এবং শেহনাজ গিলের প্রেমের কাহিনী। 'বিগ বস'-র ঘরে থাকাকালীনই অনুরাগীদের তাঁদের পছন্দের দুই অভিনেতাকে একসঙ্গে সিডনাজ বলে ডাকতে শুরু করেন। শোনা যায়, একে অপরকে শুধু ডেট করাই নয়, সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিয়ে করারও চিন্তাভাবনা শুরু করে দিয়েছিল এই জুটি। খুব শীঘ্রই নাকি তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল। সব কিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু আচমকাই ছন্দপতন। মাত্র ৪০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকগমন করেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্ল। তাঁর প্রয়াণে ভীষণভাবেই ভেঙে পড়েন শেহনাজ গিল। সোশ্যাল মিডিয়া এবং জনসমক্ষ থেকে কার্যত বিদায় নেন। তবে, সম্প্রতি তাঁর নতুন ছবির প্রোমোশনের জন্য আবার কাজ শুরু করেছেন শেহনাজ। এই সময়ে সিদ্ধার্থ-শেহনাজের মিউজক ভিডিও মুক্তি পাওয়ার খবরে খুবই খুশি অনুরাগীরা।
আরও পড়ুন - Durga Puja 2021: পেশাদার ঢাকিদের মতো ঢাক বাজাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেখুন ভিডিও
আরও পড়ুন - কী থাকে হেমা মালিনির হাত ব্যাগে? ফাঁস হল গোপন তথ্য
সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে যে, সারেগামা-র পক্ষ থেকে এই মিউজিক ভিডিওর সম্প্রতি পোস্টার রিলিজ করা হয়েছে। পাশাপাশি জানা যাচ্ছে যে, আগামী ২১ অক্টোবর মুক্তি পেতে চলেছে এই মিউজিক ভিডিও। এতে গান গেয়েছেন শ্রেয়া ঘোষাল এবং অর্ক।