বলিউডের এই জনপ্রিয় দম্পতি চার বছর বিয়ের খবর গোপন করেছিলেন, জানাননি মা-বাবাকেও!
এ তো একেবারে বিয়ের খবর গোপন করার মতো ঘটনা। চার বছর ধরে নাকি বিয়ের খবর সকলের কাছ থেকে লুকিয়ে রেখেছিলেন বলিউডের জনপ্রিয় দম্পতি।
![বলিউডের এই জনপ্রিয় দম্পতি চার বছর বিয়ের খবর গোপন করেছিলেন, জানাননি মা-বাবাকেও! Happy Birthday Parmeet Sethi Archana Puran Singh-Parmeet Sethi eloped and got married against parents wishes বলিউডের এই জনপ্রিয় দম্পতি চার বছর বিয়ের খবর গোপন করেছিলেন, জানাননি মা-বাবাকেও!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/14/cbd00eb4748361969103b656c258406e_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই : বলিউড অভিনেতা অভিনেত্রীদের মধ্যে সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বলতে কমই দেখা যায়। ব্যক্তিগত জীবনকে কিছুটা গোপনেই রাখতে পছন্দ করেন অনেক বলি তারকা। কিন্তু এ তো একেবারে বিয়ের খবর গোপন করার মতো ঘটনা। চার বছর ধরে নাকি বিয়ের (marriage) খবর সকলের কাছ থেকে লুকিয়ে রেখেছিলেন বলিউডের জনপ্রিয় দম্পতি। শুধু বাকিদের থেকেই নয়, নিজের বাবা-মায়ের কাছ থেকেও বিয়ের খবর গোপন করেছিলেন!
আরও পড়ুন - Shehnaaz Gill Emotional Post: সিদ্ধার্থ শুক্লর প্রয়াণের পর ভালোবাসা নিয়ে মুখ খুললেন শেহনাজ গিল
বলিউড অভিনেতা অভিনেত্রীদের মধ্যে প্রেমের কাহিনী হিসেবে চর্চিত রয়েছে অর্চনা পূরণ সিংহ এবং প্রমীত শেঠির গল্প। ১৯৯২ সালে তাঁরা একে অপরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। টেলিভিশন ইন্ডাস্ট্রিতে তাঁদের সফল সম্পর্ক চর্চিত হয়। ইন্ডাস্ট্রির মানুষেরা তাঁদের দুজনের মধ্যের ভালোবাসার সম্পর্কের খবর রাখতেন। সম্প্রতি নিজের জন্মদিন উপলক্ষে কপিল শর্মা শোয়ে বিশেষ অতিথি হয়ে আসেন প্রমীত শেঠি। সেখানেই প্রমীত শেঠি তাঁর স্ত্রী অর্চনা পূরণ সিংহের সঙ্গে সম্পর্কে নিয়ে খোলাখুলি কথা বললেন।
কপিল শর্মার শোয়ে এসে নিজেদের জীবনের পুরনো দিনে যেন ফিরে গেলেন প্রমীত শেঠি এবং অর্চনা পূরণ সিংহ। তাঁদের কাছ থেকেই জানা গেল, যেদিন অর্চনা পূরণ সিংহকে বিয়ের প্রস্তাব দেন প্রমীত শেঠি, সেদিনই তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নেন। প্রমীত শেঠি বললেন, 'রাত এগারোটার সময় আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিই। বারোটা নাগাদ একজন পুরোহিতকে পাই, যিনি আমাদের বিয়ে দিতে রাজি হন। যদিও ওই পুরোহিত আমাদের জিজ্ঞাসা করেছিলেন যে আমরা কি পালিয়ে এসেছি? আমি বলি না। ফের তিনি জিজ্ঞাসা করেন, পাত্রী কি প্রাপ্তবয়স্ক? আমি বলি, আমার থেকেও বেশি প্রাপ্তবয়স্ক ও। তাই চিন্তা করার দরকার নেই। তারপর পুরোহিত আমাদরে বলেন যে, সকালে বিয়ের একটা শুভক্ষণ রয়েছে। আমি পুরোহিতকে তাঁর দক্ষিণা দিই এবং সকালে দুজনে বিয়ে করে নিই।'
আরও পড়ুন - ED Summons Nora Fatehi: আর্থিক তছরুপ মামলায় নোরা ফতেহিকে তলব ইডির, ফের ডাক জ্যাকলিনকেও
এবার স্মৃতির পাতা উল্টে অর্চনা পূরণ সিংহ বলেন, 'যখন আমরা আমাদের বাবা-মাকে বিয়ের কথা জানাতে যায়, তখন অনেক কিছু হয়েছিল। প্রমীতের বাবা-মা আমাকে বাড়ির বৌ হিসেবে মেনে নিতে বিরুদ্ধাচারণ করেছিলেন কারণ, আমি ওর থেকে বয়সে বড় ছিলাম আর আমি অভিনয় করতাম বলে। কিন্তু তারপর যখন ওরা সবটা মেনে নিলেন, সেই মুহূর্তটা অসাধারণ ছিল।'
তিনি আরও বলেন, 'বিয়ের খবরটা সকলের থেকে লুকিয়ে রেখেছিলাম কারণ, আমরা চাইনি আমাদের কেরিয়ারে এর কোনও প্রভাব পড়ুক। ইন্ডাস্ট্রির লোকেরা ভাবত, বিয়ে হয়ে গিয়েছে, এবার সন্তানও হয়ে যাবে। আর এর ফলে আমি ছবির কাজের কোনও কথাই রাখতে পারব না। আমি এবং প্রমীত তাই সিদ্ধান্ত নিয়েছিলাম যে, বিয়েটা আমাদের মধ্যে হয়েছে। এটা আমরা ব্যক্তিগতভাবে রাখব। প্রকাশ্যে এটা নিয়ে এখনই কাউকে কিছু জানাবো না। প্রমীতও চাইতো না আমাদের সম্পর্কের বা বিয়ের প্রভাব আমার কেরিয়ারে পড়ুক। তাই দুজনেই বিয়েটাকে গোপন রাখার সিদ্ধান্ত নিই।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)