Singer KK Death: রেকর্ডিংয়ের অদেখা ভিডিও পোস্ট, 'নতুন' বন্ধুকে শ্রদ্ধা সৃজিতের
KK Death: মাসখানেক আগে সৃজিতের আগামী ছবি 'শেরদিল'-এ গান গাইছেন বলে পোস্ট করেন স্বয়ং কে কে।

কলকাতা: মঙ্গলবার কলকাতায় অনুষ্ঠান শেষে মারা যান জনপ্রিয় সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নথ। তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশের বিনোদন দুনিয়া। গতরাতে তাঁর মৃত্যু সংবাদ প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করে একটি ভিডিও পোস্ট করেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।
সৃজিতের ভিডিওয় কে কে - গুলজার
গতকাল একটি ভিডিও পোস্ট করেন সৃজিত মুখোপাধ্যায়। সেখানে দেখা যাচ্ছে গানের রেকর্ডিং স্টুডিওর মধ্যে রয়েছেন কে কে। বাইরে বসে গীতিকার গুলজার। আর ভিতর থেকে প্রিয় গীতিকার গুলজারের প্রতি শ্রদ্ধা জানিয়ে 'ছোড় আয়ে হম উও গলিয়া' গানটি গাইছেন কে কে। বুঁদ হয়ে শুনছেন গুলজার।
সৃজিতের আগামী ছবি 'শেরদিল'-এ গান লিখেছেন গুলজার। গান গেয়েছেন কে কে। সেই রেকর্ডিংয়েই 'মাচিস' ছবির এই গান গুলজারকে ফের গেয়ে শোনাচ্ছিলেন কে কে। সেই গোটা মুহূর্ত ক্যামেরাবন্দি করেন সৃজিত। লেখেন, মাত্র কিছু দিন আগেই কে কে-র সঙ্গে বন্ধুত্ব হয়েছিল তাঁর। 'নতুন' বন্ধুকে এত তাড়াতাড়ি হারাতে হবে ভাবেননি তিনি। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে এই ভিডিওই পোস্ট করেন সৃজিত।
View this post on Instagram
মাসখানেক আগে সৃজিতের ছবিতে গান গাইছেন বলে পোস্ট করেন স্বয়ং কে কে-ও।
View this post on Instagram
আরও পড়ুন: Singer KK Death: 'হু ইজ কে কে?' প্রয়াত শিল্পী প্রসঙ্গে রূপঙ্করের মন্তব্য ভাইরাল






















