বিদ্যা জানান, যখন তিনি কলকাতায় আসেন, তখন কখনই নিজের ঘরের অভাব অনুভব করেন না। এমনকী, 'তিন' ও 'কাহানি-২' শ্যুটিংয়ের সময় কলকাতায় ছিলেন তিনি। ফলে, এসবের জন্যই বিদ্যা বালনকে বাঙালি হিসেবেই দেখেন তাঁর অনুগামীরা।
2/7
'পরিনীতা'-র পর 'কাহানি' ছবিতেও একজন বাঙালি অন্তঃসত্ত্বা মহিলার চরিত্রে অভিনয় করেন, যিনি নিজের স্বামীর হত্যাকারীকে খুঁজে বের করে বদলা নেন।
3/7
শ্যুটিংয়ের জন্য কলকাতায় বারবার আসতে হয়েছিল। সেই সময় বিদ্যা জানিয়েছিলেন, বাংলা তাঁর দ্বিতীয় ঘর।
4/7
বলিউডে যখন পা রেখেছিলেন বিদ্যা, সেই সময় তাঁকে বাঙালি চরিত্রে বেশ ভাল মানিয়েছিল।
5/7
কিন্তু জানেন কি, কেন বিদ্যাকে লোকে তাঁরে বাঙালী মনে করে থাকেন..
6/7
২০০৩ সালে বলিউডের প্রথম ছবিতে অভিনয় করেন বিদ্যা। ছবির নাম 'পরিনীতা'। সেখানেও একটি বঙ্গতনয়ার চরিত্রে অভিনয় করেন তিনি।২০১৬ সালে মুক্তি পাওয়া 'তিন' ছবিতেও তিনি বাঙালি মহিলার চরিত্রে অভিনয় করেন।
7/7
অভিনেত্রী বিদ্যা বালনকে দেখে অনেকেই মনে করেন, যে উনি বাঙালি। বিদ্যার দাবি, লোকের এই ধারনা তাকে আনন্দ দেয়। প্রসঙ্গত, বাংলা ছবি 'ভালো থেকো' দিয়ে রূপোলি পর্দায় আত্মপ্রকাশ করেন বিদ্যা বালন।