Soha Ali Khan: দিনের আলোয় প্রকাশ্যে গোপনাঙ্গ দেখিয়ে অশ্লীল ইঙ্গিত, ভয়ঙ্কর অভিজ্ঞতা সোহা আলি খানের!
Soha Ali Khan Incident: সদ্য একটি সাক্ষাৎকার দিতে এসে সোহা আলি খান জানিয়েছিলেন, বিদেশে একবার তাঁর সঙ্গে ভয়াবহ ঘটনা ঘটেছিল। একেবারে সর্বসমক্ষে একজন তাঁর দিকে অশ্লীল ইঙ্গিত করেন

কলকাতা: বিদেশের মাটিতে কুরুচিকর ঘটনার সম্মুখীন অভিনেত্রী সোহা আলি খান (Soha Ali Khan)। দেশের মাটিতে যথেষ্ট জনপ্রিয় সোহা। তিনি কেবলমাত্র নিজে যে একজন ভাল অভিনেত্রী শুধু তাই নয়, তাঁর পরিবারেরও যথেষ্ট সম্মান রয়েছে। নবাব পতৌদির কন্যা তিনি। বলিউডেও নিজের জায়গা তৈরি করে নিয়েছেন সোহা আলি খান। তবে সেই অভিনেত্রীকেই বিদেশে গিয়ে অপ্রিয় পরিস্থিতির স্বীকার হতে হল! একেবারে সর্বসমক্ষেই অশ্লীল ইঙ্গিত করা হল অভিনেত্রীর দিকে!
দিনে আলোয় কুরুচিকর ঘটনার শিকার সোহা আলি খান
সদ্য একটি সাক্ষাৎকার দিতে এসে সোহা আলি খান জানিয়েছিলেন, বিদেশে একবার তাঁর সঙ্গে ভয়াবহ ঘটনা ঘটেছিল। একেবারে সর্বসমক্ষে একজন তাঁর দিকে অশ্লীল ইঙ্গিত করেন। অভিযুক্ত ব্যক্তি নাকি সোহাকে নিজের শরীরের গোপনাঙ্গ দেখান। সোহা জানিয়েছিলেন, বিদেশে মানুষের জন্য যথেষ্ট সুযোগ সুবিধা রয়েছে। সাধারণ মানুষ লোকাল ট্রান্সপোর্টেই ভ্রমণ করতে পারেন। তবে সেভাবেই ভ্রমণ করতে গিয়ে অপ্রিয় পরিস্থিতির সম্মুখীন হন সোহা। একটি সাক্ষাৎকারে সোহাকে প্রশ্ন করা হয়েছিল, তাঁকে কখনও কেউ কোনও অশ্লীল ইঙ্গিত করেছে কি না। সেই স্মৃতি বলতে গিয়েই সোহা বলেন, তাঁর সঙ্গে এই ধরণের ঘটনা ঘটেছে। ইতালিতেই একবার তাঁকে অশ্লীল ইঙ্গিত করা হয়েছিল। একেবারে দিনের আলোয়। কিন্তু কেন এই ইঙ্গিত করা হয়েছিল, জানেন না সোহা। তবে তিনি বলেন, একেবারে দিনের আলোয় এই ঘটনা ঘটেছিল। তবে সোহা এই বিষয়টা নিয়ে খুব একটা ভাবনাচিন্তা করেননি।
কাস্টিং কাউচের শিকার হয়েছেন সোহা?
এই সাক্ষাৎকারে সোহাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কখনও বলিউডে কাস্টিং কাউচের শিকার হয়েছেন কি না? এর উত্তরে সোহা বলেন, যেহেতু তাঁর পরিবার ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, সেই কারণেই তাঁকে কখনও এই ধরণের সমস্যার সম্মুখীন হতে হয়নি। সেফ আলি খান (Saif Ali Khan) ও শর্মিলা ঠাকুরের (Sharmila Tagore) মতো মানুষ তাঁর সম্পর্কে রয়েছেন। সেই কারণে কখনও কাস্টিং কাউচের শিকার হতে হয়নি সোহাকে। তবে এর জন্য তিনি ঈশ্বরকেই ধন্যবাদ জানান। বলিউডে নিজের অভিনয়ের জোরেই জায়গা করে নিয়েছেন সোহা।
View this post on Instagram






















