Bollywood Celebrities Update: মায়ের সঙ্গে সেফের সম্পর্ক কেমন? বিস্ফোরক সোহা
নবাব পরিবারের মেয়ে তিনি। তার উপর পরিবারে রয়েছেন তারকা অভিনেতারা। তারকা পরিবারের সদস্য হওয়া কতটা চাপের। এছাড়া পরিবারের সদস্যদের কার মধ্যে কেমন সম্পর্ক, সে সম্পর্কেও এক সাক্ষাৎকারে ফাঁস করলেন রহস্য।
মুম্বই: বলিউড অভিনেত্রী সোহা আলি খান (Soha Ali Khan) সম্প্রতি ব্যস্ত রয়েছেন তাঁর নতুন ওয়েব সিরিজ 'কৌন বনেগি শিখরবতী'র প্রোমোশনের জন্য। ওয়েব সিরিজের প্রোমোশনে এসে নিজের পরিবার সম্পর্কেও বললেন অনেক কথা। নবাব পরিবারের মেয়ে তিনি। তার উপর পরিবারে রয়েছেন তারকা অভিনেতারা। তারকা পরিবারের সদস্য হওয়া কতটা চাপের। এছাড়া পরিবারের সদস্যদের কার মধ্যে কেমন সম্পর্ক, সে সম্পর্কেও এক সাক্ষাৎকারে ফাঁস করলেন রহস্য। তিনি সাক্ষাৎকারে বলেন, 'আমি মনে করি না কোনও পরিবারই একেবারে পারফেক্ট। প্রত্যেক পরিবারেরই কোনও না কোনও একটি অদ্ভূত ধরনের মানুষ থাকেন। যদি আপনারা আমাদের পরিবারের দিকে দেখেন, তাহলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই দেখতে পাবেন কুণাল, আমি আর ইনায়া কতরকমের পাগলামো করে থাকি।'
সম্প্রতি এক সাক্ষাৎকারে সোহা আলি খান জানান, তাঁর মা অর্থাৎ শর্মিলা ঠাকুর (Sharmila Tagore) কাজের প্রসঙ্গে এতটাই পারফেক্ট থাকেন যে, শর্মিলা ঠাকুরের সঙ্গে কাজ করতে ভয় পান সোহা। এছাড়াও বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর নাকি মাঝেমধ্যে বিরক্ত হয়ে গেলই কিংবা রেগে গেলেই বাংলায় কথা বলেন যা অন্য কেউ বুঝতে পারেন না। সাক্ষাৎকারে সোহা আলি খান বলেন, 'আমার মায়ের সঙ্গে দাদার (Saif Ali Khan) মাঝেমধ্যেই ঝগড়া হয়। ওরা দুজনে খুব ঝগড়া করে। আর আমি ওদের দুজনের মধ্যে সম্পর্ক ঠিক করার কাজ করি।' অন্যদিকে, এমন পরিস্থিতিতে করিনা কপূর খানের ভূমিকা কেমন থাকে? উত্তরে সোহা জানান, করিনা কপূর খান এমন পরিস্থিতিতে খুব বিন্দাস থাকে।
আরও পড়ুন - Ayushmann Khurrana Update: বিলাসবহুল বাড়ি কিনলেন আয়ুষ্মান, দাম শুনে চোখ কপালে অনুরাগীদের
পরিবারের সদস্যদের সঙ্গে প্রায় পার্টির মুডে থাকেন সোহা আলি খান। মাত্র কয়েকদিন আগেই নতুন বছর উপলক্ষে বাড়িতেই পার্টির আয়োজন করেছিলেন। তার কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন করিনা কপূর খান। থাকতে পারেননি বড় ছেলে তৈমুরের জন্মদিনেও। আইসোলেশনে থেকে সেখান থেকেই ভার্চুয়ালি প্রিয় 'টিম'কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন বেবো। নিউ ইয়ার পার্টি বাড়িতেই আয়োজন করার কারণ হিসেবে করিনা কপূর খানের করোনা আক্রান্ত হওয়ার কারণও সামনে আসছে।