Sohini Sarkar Birthday: জন্মদিনে সোহিনীকে কী উপহার দিলেন দীর্ঘদিনের প্রেমিক রণজয়?
রণজয় সোশ্যাল মিডিয়ায় সোহিনীর জন্মদিন উপলক্ষে যে পোস্ট করেছেন, তা দেখে দুজনের অনুরাগীরাই খুব খুশি।
কলকাতা : আজ জন্মদিন অভিনেত্রী সোহিনী সরকারের (Sohini Sarkar)। আর তাঁকে জন্মদিনে শুভেচ্ছা উপহারে ভরিয়ে দিলেন তাঁর বয়ফ্রেন্ড রণজয়। রণজয় সোশ্যাল মিডিয়ায় সোহিনীর জন্মদিন উপলক্ষে যে পোস্ট করেছেন, তা দেখে দুজনের অনুরাগীরাই খুব খুশি। রণজয় তাঁর আর সোহিনীর একটি ছবি পোস্ট করেছেন। সঙ্গে পোস্ট করেছেন একটি ৪২ সেকেণ্ডের ছোট্ট কিন্তু মিষ্টি ভিডিও। প্রথমে স্টিল ছবিটার কথায় আসি। সেখানে দেখা যাচ্ছে, রণজয় এবং সোহিনি দুজনেই সাদা রঙের পোশাক পরে রয়েছেন। দুজনকে দেখাচ্ছেও বেশ। ঠিক যেন কোনও নতুন ছবির পোস্টার। আর রণজয় যে ভিডিওটা শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে, সোহিনি একটি ঘরে ঢুকলেন। সঙ্গে রণজয় এবং তাঁদের খুব কাছের কয়েকজন মানুষ।
আরও পড়ুন - Manike Mage Hithe: 'মানিকে মাগে হিথে' খ্যাত ইওহানিকে কী বললেন কিংবদন্তি সনথ জয়সূর্য?
সোহিনী হলদে মিষ্টি আলোর ঘরে ঢুকেই চমকে গেলেন। আর তাঁর মুখের হাসি চওড়া হল। ঠিক যেন চাঁদের হাসি বাঁধ ভাঙলো। সোহিনী দেখলেন তাঁর জন্য একটি সুদৃশ্য কেক রাখা রয়েছে। তার পাশে রয়েছে রঙবেরঙের মোমবাতি। এক রঙের ঝলমলে পোশাকে সোহিনি যেন ঠিক পরীর মতো তখন। লাজুক মুখে সেই কেক কাটলেন সোহিনী। আর তারপর প্রথমেই মুখে তুলে দিলেন রণজয়ের। এছাড়াও কেকের পাশে ঘরের মধ্যেই সুন্দর করে লাল গোলাপ ফুল দিয়ে লেখা রয়েছে সোহিনি। আর এক জায়গায় আবার সাদা এবং লাল ফুল ব্যবহার করে লেখা হয়েছে পুটুস।
আরও পড়ুন - Manike Mage Hithe: 'মানিকে মাগে হিথে' গেয়ে ফের ভাইরাল রানু মন্ডল, কী প্রতিক্রিয়া নেট নাগরিকদের?
দুজনের এমন রোম্যান্টিক ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরই তাতে লাইকের বন্যা বয়ে গিয়েছে। কমেন্টই বা কম কোথায়।অনেকেই কমেন্ট করেছেন সেই পোস্টে। সকলেই সোহিনীকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন তাঁর নিজের মতো করে। কেউ কেউ আবার এক ধাপ এগিয়ে রণজয়ের উদ্দেশ্যে বলছেন, 'বিয়েটা এবার তাড়াতাড়ি করেই ফেলো।' মজা করে সেসব কমেন্টের রিপ্লাইও দিয়েছেন রণজয়। এক্ষেত্রে তিনি লিখেছেন, 'তুমি সব রেডি রাখো।' বোঝাই যাচ্ছে আজকের বিশেষ দিনে রণজয় এবং সোহিনীর প্রেম একেবারে জমজমাট।