Sohini-Shovan Wedding: মাথায় ঘোমটা টেনে নববধূর 'গৃহপ্রবেশ', বৌভাতের ছবি শেয়ার করলেন সোহিনী-শোভন
Sohini-Shovan: বহুদিন ধরেই টলিপাড়ায় গুঞ্জন, সোহিনী ও শোভন নাকি প্রেম করছেন। যদিও প্রকাশ্যে এই বিষয়ে কোনওদিনই মুখ খোলেননি কেউই। অবশেষে গত ১৫ তারিখ বিয়ে সারেন তাঁরা। আজ বৌভাত।
কলকাতা: আলাপ হওয়ার এক বছরের মাথায় গাঁটছড়া বেঁধেছেন সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়। আজ ছবি পোস্ট করলেন তাঁদের বৌভাতের। নতুন বউ বাড়িতে পা রাখার পর সেই ছবি শেয়ার করে নিয়েছিলেন তাঁর ননদ, বামনেত্রী দীপ্সিতা ধর।
আজ শোভন-সোহিনীর বৌভাত, পোস্ট করলেন ছবি
১৫ জুলাই বিয়ে সেরেছেন সঙ্গীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায় ও অভিনেত্রী সোহিনী সরকার। শহরের এক ফার্মহাউজে পরিবার পরিজন ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতেই জীবনের নতুন অধ্যায়ের সূচনা করেন তাঁরা। মালাবদল, সিঁদুরদানের পর্ব মিটতেই গান বাজনা হুল্লোড়। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেদিনের একাধিক ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে।
মঙ্গলবার সেখান থেকেই সোজা শ্বশুরবাড়িতে পা রাখেন নববধূ সোহিনী সরকার। গতকালই রাতের দিকে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বৌদিকে স্বাগত জানিয়ে ছবি শেয়ার করেন বামনেত্রী দীপ্সিতা ধর। পিচরঙা পাঞ্জাবীতে শোভনের পাশে চওড়া হাসিমুখে বসে অভিনেত্রী সোহিনী সরকার। সবুজ কটকি শাড়িতে মেরুন পাড়, মাথায় ঘোমটা টানা নববধূ। দীপ্সিতা এই ছবি পোস্ট করে লেখেন, 'ওয়েলকাম হোম'। প্রসঙ্গত, শোভন গঙ্গোপাধ্যায়ের তুতো বোন হচ্ছেন দীপ্সিতা।
আজ খানিক আগে নিজেদের প্রোফাইলে বৌভাতের ছবি পোস্ট করেন সোহিনী ও শোভন। গোলাপী সিল্কের শাড়ি, গা ভর্তি গয়না, হাতে শাঁখাপলা। শক্ত করে ধরে রেখেছেন শোভনের হাত। স্ত্রীয়ের শাড়ির সঙ্গে রং মিলিয়ে পাঞ্জাবীর ওপরে জহর কোট পরেছেন শোভন। ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, 'আগলে রাখব, যত্নে থাকব'। শোভনের বেলুড়ের বাড়িতেই বৌভাতের অনুষ্ঠানের আয়োজন হয়েছে বলে খবর।
View this post on Instagram
আরও পড়ুন: New Movie Update: আবারও বড়পর্দায় একসঙ্গে প্রসেনজিৎ-অনির্বাণ, নতুন ছবির পরিচালনায় রাহুল মুখোপাধ্যায়
এদিনের ছবি পোস্ট হতেও শুভেচ্ছার বন্যা। অভিনেত্রী সৌরসেনী মৈত্র লেখেন, 'আন্তরিক শুভেচ্ছা। খুব খুব ভাল থেকো।' শুভশ্রী গঙ্গোপাধ্যায় লেখেন, 'শুভেচ্ছা। খুব সুন্দর।' ভালবাসা জানিয়েছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীও। শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরাও।
একজন টলিউডের প্রথম সারির তারকা অভিনেত্রী। মঞ্চ, বড়পর্দা থেকে ওয়েব সিরিজ, সর্বত্র তাঁর অবাধ যাতায়াত। যে কোনও চরিত্রে তিনি সাবলীল। তিনি সোহিনী সরকার। অপরজন সঙ্গীতশিল্পী। জনপ্রিয় বাংলা গানের শো 'সারেগামাপা' থেকে খ্যাতি অর্জন করেন শোভন গঙ্গোপাধ্যায়। এরপর তাঁর নিজের কণ্ঠের জাদুতে মোহিত করেছেন শ্রোতাদের। বহুদিন ধরেই টলিপাড়ায় গুঞ্জন, সোহিনী ও শোভন নাকি প্রেম করছেন। যদিও প্রকাশ্যে এই বিষয়ে কোনওদিনই মুখ খোলেননি কেউই। অবশেষে গত ১৫ তারিখ বিয়ে সারেন তাঁরা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।