Met Gala 2025: স্বামী-স্ত্রীকে বসতে দেওয়া হয় না একসঙ্গে, নিষিদ্ধ পিঁয়াজ-রসুন.. 'মেট গালা'-র অদ্ভুত সব নিয়ম-নীতি
Met Gala 2025 News: এবারের মেট গালায় শাহরুখ খান, প্রিয়ঙ্কা চোপড়া এবং কিয়ারা আডবাণী-র মতো তারকাদের দেখা যাবে। মেট গালা সবসময়ই আলোচনায় থাকে।

কলকাতা: আজই 'মেট গালা'-র অনুষ্ঠান। অনুরাগীরা সবাই উত্তেজিত এবারের 'মেট গালা' নিয়ে। তার অন্যতম কারণ অবশ্যই শাহরুখ খান (Shah Rukh Khan)। এই বছর প্রথমবার মেট গালায় পা রাখতে চলেছেন শাহরুখ খান। শুধু তিনিই নন, এবার মেট গালায় পা রাখতে চলেছেন কিয়ারা আডবাণী (Kiara Advani) ও দিলজিৎ দোসাঞ্জ-ও। মেট গালা ৫ই মে অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে তারকারা বিলাসবহুল ফ্যাশন এবং সৃজনশীলতায় সাজেন। এখানে তারকাদের অনন্য স্টাইল দেখা যায়। এবারের মেট গালায় শাহরুখ খান, প্রিয়ঙ্কা চোপড়া এবং কিয়ারা আডবাণী-র মতো তারকাদের দেখা যাবে। মেট গালা সবসময়ই আলোচনায় থাকে।
এই উচ্চপর্যায়ের তারকাখচিত অনুষ্ঠানে অনেক নিয়মকানুন রয়েছে, যা প্রতিটি সেলিব্রিটিকে মানতে হয়। যদি তারকারা এই নিয়মকানুন মেনে না চলে, তাহলে তারা স্থায়ীভাবে নিষিদ্ধ হতে পারেন। আসুন, জেনে নেওয়া যাক, কী কী নিয়ম মেনে নিতে হয় মেট গালায় পা রাখতে গেলে...
- কোনো ফোন/সেলফি নয়
মেট গালায় ফোন নিয়ে কঠোর নীতি রয়েছে। মেট গালার ভিতর থেকে আপনি কখনোই ব্যক্তিগত ছবি, ভিডিও এবং সোশ্যাল মিডিয়া পোস্ট দেখতে পাবেন না কারণ সেখানে ফোন নিয়ে যাওয়ার অনুমতি নেই। - আমন্ত্রণপত্র ছাড়া প্রবেশ নয়/ বিনামূল্যে প্রবেশ নয়
মেট গালায় কাউকে আমন্ত্রণপত্র ছাড়া প্রবেশ করার অনুমতি নেই। প্রতিটি অতিথির প্রবেশ Vogue Editor-in-Chief Anna Wintour অনুমোদন করেন। প্রতিটি তারকাকে তাদের আসনের জন্য অর্থ দিতে হয়। প্রতিটি আসন এবং টেবিলের সঙ্গে দামের ট্যাগ লাগানো থাকে। রিপোর্ট অনুসারে, ব্যক্তিগত টিকিটের দাম প্রায় ৭৫,০০০ ডলার। অন্যদিকে টেবিলের দাম ৩৫০,০০০ ডলার বা তার বেশি হতে পারে।
- পেঁয়াজ, রসুনেও নিষেধাজ্ঞা
Anna Wintour নিশ্চিত করেন যে মেট গালায় ফ্যাশানই হবে মূল উপলক্ষ্য। যেখানে অতিথিরা তাদের স্টাইল, মার্জিতভাব এবং সুগন্ধিত হয়েই অনুষ্ঠানে আসবেন। এই কারণেই কিছু খাবারের পদ সেখানে নিষিদ্ধ, এর মধ্যে রসুন, পেঁয়াজ এবং পার্সলে অন্তর্ভুক্ত। ব্রুশেটা-র মতো খাবারও পরিবেশন করা হয় না।
- ধূমপান নিষেধ
একবার মেট গালার ভিতরে অতিথিরা প্রবেশ করলে তারা ধূমপান করতে পারবেন না, তিনি যতই বড় সেলিব্রিটি কেন না হোন। এটা এই কারণে যে ধোঁয়ার কারণে স্টাইল, ডিজাইনার পোশাকের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।
- পোশাক আগে থেকেই অনুমোদিত
এই অনুষ্ঠানে যে অভিনেতারা যাই পোশাক পরেন তা আগে থেকেই অনুমোদিত হয়। Anna Wintour নিজেই সকল সেলিব্রিটির পোশাক অনুমোদন করেন।
- আসন বিন্যাস
ভোগের বিশেষ প্রকল্পের পরিচালক Ward Durrett-এর মতে, মেট গালায় কে কার পাশে বসবে সেটা নিয়ে অনেক পরিকল্পনা করা হয়। বিশেষ ব্যাপার হলো, স্বামী-স্ত্রীকে কখনোই একসঙ্গে বসানো হয় না। মেট গালায় অন্যদের সঙ্গে বন্ধন গড়ে তোলার জন্য উৎসাহিত করা হয়।






















