Somy Ali: 'শিকারী', সলমনকে নিয়ে ফের বিস্ফোরক তাঁর প্রাক্তন প্রেমিকা সোমি আলি
Bollywood Celebrity Updates: সোমির সঙ্গে সলমনের সম্পর্ক ভেঙে গিয়েছে বহু বছর আগেই। বলিউডও ছেড়ে দিয়েছেন সোমি। কিন্তু তিক্ততা যায়নি এখনও।
মুম্বই: আজ বলিউডে থেকে অনেকটা দূরে। কিন্তু একসময়ে বি টাউনে বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন সোমি আলি (Somy Ali)। যদিও অভিনেত্রী হিসেবে তিনি যতটা পরিচিত হন, তার থেকে বেশি তিনি পরিচিত সলমন খানের (Salman Khan) প্রাক্তন প্রেমিকা হিসেবে। সোমির সঙ্গে সলমনের সম্পর্ক ভেঙে গিয়েছে বহু বছর আগেই। বলিউডও ছেড়ে দিয়েছেন সোমি। কিন্তু তিক্ততা যায়নি এখনও। নানা সময়ে সলমন খানের বিরুদ্ধে বিস্ফোরক সমস্ত মন্তব্য করেন অভিনেত্রী। এবারও তেমনই নানা কথা লিখলেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। পরে যদিও তা মুছেও দেন।
সলমন খান সম্পর্কে এসব কী বললেন তাঁর প্রাক্তন প্রেমিকা সোমি আলি?
সম্প্রতি সোমি আলি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সলমন খানের সঙ্গে তাঁর একটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যাচ্ছে, তাঁর দিকে গোলাপ ফুল বাড়িয়ে হাতে ধরে রয়েছেন বলিউডের ভাইজান। ছবি পোস্ট করে অভিনেতার সম্পর্কে একাধিক বিস্ফোরক মন্তন্য করেছেন 'টারজান' অভিনেত্রী। সোমি আলি লিখেছেন, 'আরও আসা বাকি রয়েছে। ভারতে আমার শো ব্যান করে দেওয়া। তারপর আমাকে আইনি চিঠি পাঠিয়ে হুমকি দেওয়া। পাঠাও তোমার আইনজীবীকে। আমার কাছেও ৫০জন আইনজীবী রয়েছেন। যাঁরা আমাকে সিগারেটের ছ্যাঁকা, শারীরিক নির্যাতন এবং আরও অনেক অত্যাচার থেকে রক্ষা করবেন। যা তুমি আমার সঙ্গে দিনের পর দিন করে গিয়েছো। এই ক্ষত থেকে গিয়েছে আর যাবে বছরের পর বছর।'
আরও পড়ুন - Debina Bonnerjee: দ্বিতীয় সন্তানের জন্মের সময় কতটা জটিল ছিল পরিস্থিতি? অকপট দেবিনা
সোমি আলি আরও লেখেন, 'সমস্ত মহিলা অভিনেত্রীদের প্রতি একরাশ ঘৃণা জানাই, যারা এমন একজন ব্যক্তিকে সমর্থন করে যাচ্ছো। যে কিনা বহু নারীকে নির্যাতন করেছে। বহু মহিলাকে মারধর করেছে। সমস্ত পুরুষ অভিনেতাদের ধিক্কার জানাই, যারা ওকে সমর্থন করছো। এখন যুদ্ধের সময়।' এর সঙ্গে একাধিক বলিউড তারকার নাম হ্যাশট্যাগে ব্যবহার করেছেন তিনি। সলমনকে 'শিকারী', 'নারী নির্যাতক' বলেও উল্লেখ করেছেন অভিনেত্রী তাঁর পোস্টে। পরে যদিও সেই পোস্ট নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে মুছেও দেন সোমি।
প্রসঙ্গত, কিছুদিন আগেই সোমি আলি 'ম্যায়নে পেয়ার কিয়া' ছবির সলমনের একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, 'একজন নারী নির্যাতক। শুধু আমাকেই নয়, আরও অনেককে নির্যাতন করেছে। ওকে পুজো করা বন্ধ করুন। ও অসুস্থ নির্যাতক। আপনাদের যা কোনও ধারণাই নেই।'