Somy Ali: 'ওর সঙ্গে কাটানো ৮ বছর আমার গোটা জীবনের সবথেকে জঘন্য সময়'
Bollywood Celebrity Updates: বারবার সলমনকে নিয়ে নানা মন্তব্য করেন সোমি। যদিও বলিউডের ভাইজানকে এই নিয়ে একেবারেই মুখ খুলতে দেখা যায় না।
মুম্বই: বলিউড সুপারস্টার সলমন খানকে (Salman Khan) নিয়ে বরাবরই বিস্ফোরক মন্তব্য করতে দেখা যায় তাঁর প্রাক্তন প্রেমিকা সোমি আলিকে (Somy Ali)। তাঁদের মধ্যের সম্পর্ক যে একেবারেই মধুর নয়, বরং, বেশ তিক্ত, তা টের পাওয়া যায় সোমি আলির পোস্ট দেখেই। বারবার সলমনকে নিয়ে নানা মন্তব্য করেন সোমি। যদিও বলিউডের ভাইজানকে এই নিয়ে একেবারেই মুখ খুলতে দেখা যায় না। এবারও ফের নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে তারকাকে নিয়ে মন্তব্য করলেন।
সলমনকে নিয়ে সোমি আলির পোস্ট-
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সোমি আলি দীর্ঘ একটি পোস্ট লিখেছেন। সেখানেই তিনি মন্তব্য করেছেন যে, সলমন খানের সঙ্গে কাটানো তাঁর ৮ বছর তাঁর গোটা জীবনের সবথেকে জঘন্যতম সময়। শুধু তাই নয়, সেখানেই তিনি তাঁর জীবনের সেই সমস্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। যে, কীভাবে সলমন খান প্রভাব খাটিয়ে তাঁর কেরিয়ার ধ্বংস করে দিয়েছেন।
">
আরও পড়ুন - Vicky-Katrina Updates: সিদ্ধিবিনায়ক মন্দির দর্শন করে বছর শুরু ভিকি-ক্যাটরিনার
প্রসঙ্গত, বর্তমানে একটি এনজিও চালান সোমি আলি। অন্যদিকে, সলমন খানের প্রেমিকা তালিকা দীর্ঘ। শোনা যায়, বর্তমানে তিনি দক্ষিণী অভিনেত্রী পূজা হেগড়ের সঙ্গে সম্পর্কে রয়েছেন। আবার কোনও কোনও সূত্র অনুযায়ী জানা যায়, ইউলিয়া ভান্তুরের সঙ্গেই এখনও সম্পর্কে আছেন তিনি।
">
">