Sonakshi Sinha: সোনাক্ষী-জাহিরের পরিবারে আসছে নতুন সদস্য? নায়িকার স্ক্রিনশটেই ফাঁস সত্যিটা!
Sonakshi Sinha: সোনাক্ষী আর জাহিরের পরিবারে সত্যিই কি আসছে নতুন সদস্য?

কলকাতা : তাঁদের বিয়ে হয়েছে সদ্যই। কিন্তু বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই শোনা যাচ্ছে, সোনাক্ষী সিংহ (Sonakshi Sinha) নাকি অন্তঃসত্ত্বা? সন্তানের প্রত্যাশায় দিন গুনছেন নায়িকা ও জাহির ইকবার (Zaheer Iqbal)? সদ্য একাধিক ছবি দেখে অনেকেই মনে করছেন, মা হতে চলেছেন সোনাক্ষী। তাঁর ঢিলেঢালা পোশাক থেকে শুরু করে বিভিন্ন সময়ে তাঁর ব্যবহার নাকি বলে দিচ্ছে, তিনি অন্তঃসত্ত্বা। বিভিন্ন জায়গায় ভাইরাল ও হচ্ছে সোনাক্ষীর বিভিন্ন ছবি। আর এবার, এই বিষয়ে মুখ খুললেন সোনাক্ষী নিজেই। কী বললেন তিনি?
জাহিরের কারণেই সোনাক্ষীর নামে এই গুঞ্জন ছড়িয়েছে?
সোনাক্ষী সম্প্রতি তাঁর সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম স্টোরি-তে জাহির ইকবালের সঙ্গে একটি অত্যন্ত মজাদার চ্যাটের স্ক্রিনশট শেয়ার করেছেন। এই চ্যাটিংয়ে দম্পতির মধ্যেকার মজার কথোপকথনের সঙ্গে সঙ্গে তিনি সবাইকে তাঁর জবাবও দিয়েছেন।
চ্যাটিংয়ে জাহির সোনাক্ষীকে জিজ্ঞাসা করছেন - 'ক্ষিদে পেয়েছে?'
এই প্রশ্নের উত্তরে সোনাক্ষী প্রতিক্রিয়া জানান - 'একেবারেই না। আমাকে খাওয়ানো বন্ধ করো।'
জাহির আরও বলেন - 'আমার মনে হয়েছিল ছুটি শুরু হয়ে গেছে।'
সোনাক্ষী উত্তর দেন - 'আমি তো এখনই তোমার সামনে বসে রাতের খাবার খেলাম, এটা বন্ধ করো।'
তারপর দুজনেই দুজনকে ভালোবাসার চিহ্নস্বরূপ আই লাভ ইউ পাঠান।
সোনাক্ষী এই স্ক্রিন শটটি স্টোরিতে দিয়ে ক্যাপশনে লেখেন - 'এই কারণেই সবাই মনে করছেন আমি গর্ভবতী। এটা বন্ধ করো জাহির।'

সোনাক্ষী প্রায়শই স্বামী জাহিরের সঙ্গে মজাদার মুহূর্তগুলি শেয়ার করেন
সোনাক্ষী সিনহা তাঁর স্বামী এবং অভিনেতা জাহির ইকবালের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় মজাদার ভিডিও প্রায়শই শেয়ার করেন। তাঁদের এই পোস্টগুলিতে অনুরাগীরা যথেষ্ট ভালবাসা জানান। তাঁদের এই জুটি অনুরাগীদের খুব পছন্দ। সোনাক্ষীর গর্ভবতী হওয়ার গুঞ্জনে অনুরাগীরা খুশিই হয়েছিলেন। আর সোনাক্ষীর এই মজাদার উত্তর সবার বেশ মনে ধরেছে। সোনাক্ষী এবং জাহিরের বিয়ে ২০২৪ সালের জুন মাসে হয়েছিল। খুব অল্প কিছু বন্ধুবান্ধব ও পরিবারের লোকেদের নিয়ে বিয়ের অনুষ্ঠান হয়েছিল সোনাক্ষীর। সকালে সইসাবুদ সেরেছিলেন অভিনেত্রী। সেখানে ছিল হাতে গোনা অতিথি অভ্যাগত। তবে রাতের পার্টিতেই উপস্থিত ছিলেন অনেকেই। গোটা দিন ধরেই চলেছিল সোনাক্ষীর বিয়ের অনুষ্ঠান। বলিউডের অনেকেই আমন্ত্রিত ছিলেন। বিয়ের পরেও সোনাক্ষী তাঁর কাজ বন্ধ করেননি। তাঁর ছবি 'নিকিতা রায়' ১৮ জুলাই মুক্তি পেতে চলেছে।






















