Sonakshi Sinha: দু'মাস আগে সইসাবুদ করে বিয়ে, সেই বাড়িই বেচে দিচ্ছেন সোনাক্ষী? কারণ ঘিরে জল্পনা
Sonakshi Sinha Home For Sale: জীবনের একটা বড় গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী সোনাক্ষীর এই বাড়ি। অভিনেত্রী গত বছর বান্দ্রায় যে বিলাসবহুল বাড়ি কিনেছিলেন বিয়ে সেরেছেন সেখানেই, এটাই তাঁর প্রথম কেনা বাড়ি।
নয়াদিল্লি: গত বছরই মুম্বইয়ের (Mumbai) বান্দ্রা এলাকায় বিস্তীর্ণ এলাকা জুড়ে তৈরি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট (luxurious apartment) কিনেছিলেন সোনাক্ষী সিন্হা (Sonakshi Sinha)। প্রায় ৪০০০ বর্গফুট কার্পেট এরিয়ার এই বাসভবন বিক্রির হবে এবার। নবদম্পতির এই সিদ্ধান্ত দেখে যদিও ভ্রু কুঞ্চিত একাধিক অনুরাগীর। বিশেষত ওই বাড়িতেই তিনি গাঁটছড়া বাঁধেন দীর্ঘদিনের প্রেমিক জাহির ইকবালের সঙ্গে।
যে বাড়িতে বিয়ে, সেই বাড়িই এবার বিক্রি করবেন সোনাক্ষী, হতবাক নেটিজেনরা
জীবনের একটা বড় গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী তাঁর এই বাড়ি। অভিনেত্রী সোনাক্ষী সিন্হা গত বছর বান্দ্রায় যে বিলাসবহুল বাড়ি কিনেছিলেন বিয়ে সেরেছেন সেখানেই, সমস্ত গুরুত্বপূর্ণ আচার অনুষ্ঠান সেরেছেন ওই বাড়িতেই। এমনকী এই বাড়িই তাঁর নিজের কেনা প্রথম বাসস্থান। বাবা-মায়ের বাড়ি থেকে বেরিয়ে এখানেই থাকতেন তিনি। এবার সেই বাড়িই বিক্রির কথা উঠতেই হতভম্ব অনুরাগীরা। উস্কে উঠছে নানা জল্পনা।
একটি রিয়েল এস্টেট সংস্থার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই বাড়ি 'সেল'-এর জন্য লিস্টিং করা হয়েছে। অ্যাপার্টমেন্টের বর্ণনায় বলা হয়েছে এটি বিলাসবহুল সমুদ্রের দিকে মুখ করা মর্যাদাপূর্ণ বান্দ্রা রিক্ল্যামেশনের 81 Aureate Building-এর অন্তর্গত। এও উল্লেখ করা হয়েছে এর আয়তন প্রায় ৪২০০ বর্গফুট ওয়াক-ইন। যা আদতে 4 BHK হলেও তা সুন্দরভাবে প্রশস্ত 2BHK-তে রূপান্তরিত করা হয়েছে, যেখানে ডেকও রয়েছে। পুরোপুরি আসবাবপত্র রয়েছে, এক্সক্লুসিভ ইন্টিরিয়ন ও একাধিক আধুনিক সুবিধা রয়েছে, এছাড়াও রয়েছে ৩টি গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা। এই অ্যাপার্টমেন্টের দাম ধার্য হয়েছে ২৫ কোটি টাকা। উল্লেখ্য সোনাক্ষী সিন্হা সেই পোস্ট 'লাইক' করেছেন। এছাড়াও পোস্টে 'আমি এই বিল্ডিংটা চিনি' বলে মন্তব্য করেছেন অভিনেতা সাকিব সালিম, যিনি সোনাক্ষীর অন্যতম প্রিয় বন্ধু।
এই পোস্টের কমেন্টে বিস্ময় প্রকাশ করেছেন অনেকেই। একাধিক অনুরাগীর প্রশ্ন এত তাড়াতাড়ি কেন বাড়ি বিক্রি করে দিচ্ছেন অভিনেত্রী? একজন লেখেন, 'এটা তো সোনাক্ষী সিন্হার বাড়ি...খুব তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছেন'। আবার একজন লেখেন, 'সোনাক্ষী সিন্হা কেন বাড়ি বিক্রি করে দিচ্ছেন? কিছুদিন আগেই তো কিনলেন।'
View this post on Instagram
আরও পড়ুন: Shreyas Talpade: 'মজার ছলে আবেগ নিয়ে খেলবেন না', নিজের মৃত্যুর ভুয়ো খবর ওড়ালেন শ্রেয়স তলপড়ে
২০২৩ সালের সেপ্টেম্বর মাসে খবর মেলে যে সোনাক্ষী সিন্হা একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন বান্দ্রা রিক্ল্যামেশনের 81 Aureate Building-এর ২৬ তলায়। সেই প্রতিবেদনেই বলা হয় ওই অ্যাপার্টমেন্ট তিনি ১১ কোটি টাকায় কিনেছিলেন। খবর TOI সূত্রে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।