Sonam Kapoor: মাতৃত্বের বছর ঘুরল, ছেলের জন্মদিনে বিশেষ পুজোর আয়োজন সোনম-আনন্দের
Sonam Kapoor on Vayu's Birthday: সোশ্যাল মিডিয়ায় আজ একগুচ্ছ ছবি শেয়ার করেও সোনম প্রকাশ্যে আনলেন না তাঁর একরত্তির মুখ। এদিন হলুদ সালোয়ার কামিজ পরেছিলেন সোনম
![Sonam Kapoor: মাতৃত্বের বছর ঘুরল, ছেলের জন্মদিনে বিশেষ পুজোর আয়োজন সোনম-আনন্দের Sonam Kapoor: Actress Sonam Kapoor and Anand Ahuja shares a bunch of photos at Vayus first birthday know in details Sonam Kapoor: মাতৃত্বের বছর ঘুরল, ছেলের জন্মদিনে বিশেষ পুজোর আয়োজন সোনম-আনন্দের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/21/84b876372af6cd4802298a49c4cd2cc4169263601555849_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: মাতৃত্বের ১ বছর পার করলেন সোনম কপূর (Sonam Kapoor)। ছোট্ট বায়ু পূর্ণ করল ১ বছর। একমাত্র ছেলের জন্মদিনে নিজেদের বাড়িতে একটি পুজোর আয়োজন করেছিলেন আনন্দ আহুজা (Anand Ahuja) ও সোনম। দুই পরিবারের সবাই উপস্থিত ছিলেন এই পুজোয়। সোশ্যাল মিডিয়া পুজোর একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন তারকা দম্পতি।
সোশ্যাল মিডিয়ায় আজ একগুচ্ছ ছবি শেয়ার করেও সোনম প্রকাশ্যে আনলেন না তাঁর একরত্তির মুখ। এদিন হলুদ সালোয়ার কামিজ পরেছিলেন সোনম। ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি শেয়ার করে সোনম লেখেন, 'আমাদের বায়ু গতকাল (রবিবার) ১ বছর পূর্ণ করল। আমরা সবাই মিলে একটা পুজোর আয়োজন করেছিলাম বাড়িতে। আর ছিল, একটা ছোট্ট মধ্যাহ্নভোজের আয়োজন। বিশ্বব্রহ্মান্ডকে ধন্যবাদ, আমাদের একটা এত সুন্দর আশীর্বাদ দেওয়ার জন্য।'
সোনম এদিন পরেছিলেন একটি হলুদ রঙের সিল্কের সালোয়ার কামিজ। মাথায় টাইট করে বাঁধা খোঁপা। বায়ুকে একটি আকাশী রঙের কাজ করা পাজামা-পাঞ্জাবি আর একটি জওহর কোট পরেছিল সেই খুদে। সোশ্যাল মিডিয়ায় যে ছবি সোনম শেয়ার করে নিয়েছেন, সেখানে দেখা যাচ্ছে না বায়ুর মুখ। এদিন সোনমের বাড়িতে গিয়েছিলেন সস্ত্রীক অনিল কপূর (Anil Kapoor)।
গোটা পার্টিই সাজিয়ে তোলা হয়েছিল একটি বিশেষ থিমে। এদিনের জন্য বিশেষভাবে সাজিয়ে তোলা হয়েছিল মন্দিরকেও। খাবার টেবিলের যে ছবি শেয়ার করে নেওয়া হয়েছে, সেখানে সাজানো ছিল সূর্যমূখী ফুল। দামি বাসনে সাজানো ছিল টেবিল। গোটা পার্টিতে ছিল অরিগ্যামির পাখি। বিভিন্ন রঙের কাগজের পাখিতে সাজিয়ে তোলা হয়েছিল গোটা পার্টি।
অন্যদিকে, সদ্য মুক্তি পেয়েছে সোনম কপূরের ছবি 'ব্লাইন্ড'। এই ছবি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। 'ব্লাইন্ড' ছবির টিজারে দেখা যাচ্ছে সোনম কপূর দৃষ্টিহীন এক পুলিশ অফিসার যে এক সিরিয়াল কিলারকে ধরার মিশনে ব্রতী। এই ছবি ২০১১ সালে মুক্তি প্রাপ্ত কোরিয়ান ছবির হিন্দি সংস্করণ। অরিজিন্যাল ছবিরও নাম ছিল 'ব্লাইন্ড'। 'স্থিতিস্থাপকতা এবং সংকল্পের একটি আকর্ষক গল্প' হিসেবে চিহ্নিত এই ছবি মুক্তি পাবে জিও সিনেমায়। দেখা যাবে বিনামূল্যে। সোম মাখিজা পরিচালিত এই ছবিতে দেখা গিয়েছে পূরব কোহলি, বিনয় পাঠক, লিলেট দুবে ও শুভম শরফকেও।
View this post on Instagram
আরও পড়ুন: Kareena on Chandrayaan-3: দিন গুনছে দেশ, চন্দ্রযান অবতরণের মুহূর্ত কীভাবে উদযাপন করবেন করিনা?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)