এক্সপ্লোর
Adah Sharma News: অভিনয়ের জন্য ছেড়েছিলেন পড়াশোনা, 'দেখতে সুন্দর নয়' বলে একাধিক ছবি থেকে বাদ পড়েছিলেন এই নায়িকা!
Adah Sharma Unknown Facts: একসময় বাদ পড়েছিলেন ছবি থেকে.. তারপরে ডিঙিয়ে গেলেন আলিয়া, কঙ্গনাদেরও

বারে বারে বাতিল, তারপরে আলিয়া, কঙ্গনাকেও হারালেন এই অভিনেত্রী!
1/10

তাঁর জন্ম হয়েছিল মুম্বইতে। ছোটবেলা থেকেই তাঁর মন ছিল অভিনয়ে। কিন্তু বাড়ির কেউ অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন না কোনোদিনই।
2/10

বাবা ছিলেন নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মী। কিন্তু মাত্র দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা শেষ করে দিতে চাইলেন মেয়ে। তাঁর তখন ধ্যানজ্ঞান অভিনয়। সিদ্ধান্ত নিয়ে নিলেন, অভিনয়েই কেরিয়ার গড়বেন।
3/10

যেমন ভাবা তেমন কাজ। স্কুলের গণ্ডি টপকানোর পরেই বিভিন্ন জায়গায় শুরু হল অডিশন দেওয়া। তবে বিধি বাম। প্রথমে মোটেই মিলল না সুযোগ।
4/10

যেখানেই অডিশন দিতে যেতেন, তাঁকে বলা হত, তাঁকে নাকি দেখতে ভাল নয়। সেই কারণে তিনি নায়িকা হওয়ার যোগ্য নন একেবারেই। বাতিল হয়ে যেতেন।
5/10

তবু হার মানেননি সেই তরুণী। মনে করতেন, তাঁর জন্য কোনও না কোনও চরিত্র তো অবশ্যই থাকবে, যেখানে তাঁর রূপকে প্রাধান্য দেওয়া হবে না। দেখা হবে অভিনয় দক্ষতা।
6/10

অবশেষে সেই সুযোগ এল ২০০৮ সালে। '1920' নামের একটি হরর ছবির হাত ধরে প্রথম বলিউডে পা রাখলেন তিনি।
7/10

এই ছবিতে তাঁর অভিনয় যথেষ্ট প্রশংসিত হত। ঘরে ঘরে ছড়িয়ে পড়ল তাঁর নাম। এরপরে একাধিক হিট ছবির অংশ হয়ে থেকেছেন তিনি।
8/10

তবে এই নায়িকার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিল আরও একটি ছবি। সেটি হল, 'দ্য কেরালা স্টোরি' । এই ছবিতে মুখ্যভূমিকায় অভিনয় করেছিলেন নায়িকা।
9/10

বক্সঅফিসে ২৪২ কোটি টাকার ব্যবসা করে এই ছবি। পিছনে ফেলে দেয় কঙ্গনা রানাউত অভিনীত সুপারহিট ফিল্ম 'তনু ওয়েডস মনু' ও আলিয়া ভট্ট অভিনীত বহুল প্রশংসিত ফিল্ম, 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'-কেও। তারপরে তাঁকে আর পিছন ঘুরে তাকাতে হয়নি।
10/10

বর্তমানে সুশান্ত সিংহ রাজপুত যে বাড়িতে থাকতেন, সেই বাড়িতেই থাকেন তিনি। আর এতক্ষণে দর্শক ও চিনে নিয়েছেন এই নায়িকাকে। নায়িকার নাম আদাহ্ শর্মা (Adah Sharma)।
Published at : 10 Feb 2025 12:12 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ফ্যাক্ট চেক
জেলার
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
