এক্সপ্লোর
Advertisement
সংবিধানকে অসম্মান করেছেন, ভারত ছেড়ে চলে যাওয়া উচিত সনুর, ফের আক্রমণ মৌলবীর
কলকাতা: মাথা কামিয়েও মুসলিম মৌলবীর সমালোচনার নিশানায় রয়ে গেলেন গায়ক সনু নিগম। এবার মৌলবী সয়ৈদ শা আতেফ আলি আল কাদেরির দাবি, সনু সংবিধান লঙ্ঘন করেছেন, তাঁর দেশ ছেড়ে চলে যাওয়া উচিত্।
প্রসঙ্গত সোমবার আজান নিয়ে টুইটারে মন্তব্য করার পর থেকেই সংবাদ শিরোনামে সনু নিগম। মঙ্গলবার তাঁর বিরুদ্ধে ওই মুসলিম মৌলবী প্রকাশ্যে ফতোয়া জারি করেন কেউ যদি গায়কের মাথা কামিয়ে তাঁকে জুতোর মালা পরিয়ে দেশ ঘোরাতে পারেন, তাহলে তাঁকে দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।
এরপরই এই ফতোয়াকে পাল্টা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে সনু নিজেই গতকালে টুইটারে ঘোষণা করেন তিনি তাঁর চুল কামিয়ে ফেলবেন। এরপর তিনি তাঁর কথা রাখেন এবং দুপুরে সাংবাদিক বৈঠকে এক অন্য চেহারার সনুকে দেখাও যায়। তারপর গায়ক নিজেই বলেন, আমি কথা রেখেছি, এবার আমার বাড়িতে দশ লক্ষ টাকা পৌঁছে দিতে হবে ওই মুসলিম নেতাকে।
তবে সেখানেই ইতি পড়েনি এই বিতর্কের। আজ ফের বলিউড গায়কের বিরুদ্ধে সুর চড়িয়ে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু সংগঠনের সহ সভাপতির দাবি, সংবিধান বিরোধী কাজ করার অপরাধে তাঁর দেশ ছেড়ে চলে যাওয়া উচিত্। মৌলবীর বক্তব্য, আজান প্রসঙ্গে বিরূপ মন্তব্য করে তিনি এক বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের মানুষের ভাবাবেগে আঘাত করেছেন। তাঁর দাবি, যত শীঘ্র সম্ভব গায়কের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত্, না হলে মাথা কামানো ছাড়া আর যে কটা শর্ত তিনি রেখেছেন, সেগুলোও পালন করতে হবে। তাহলেই তিনি দশ লক্ষ টাকা পুরস্কার মূল্য পাবেন। মৌলবীর দাবি, তিনি তখন নিজে সাংবাদিক বৈঠক করে তাঁর প্রতিশ্রুতি পালন করবেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement