এক্সপ্লোর
Advertisement
ভূষণ কুমার বলেছিল, আবু সালেমের হাত থেকে বাঁচাও, বিস্ফোরক দাবি সোনুর, পেলেন কড়া জবাব
সোনুকে জবাব দিয়েছেন ভূষণের স্ত্রী তথা অভিনেত্রী দিব্যা খোসলা। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘এখন কে কত ভাল প্রচার করতে পারছে তার ওপরই সব কিছু নির্ভর করে।'
মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর স্বজনপোষণের একের পর এক অভিযোগে তোলপাড় বলিউড। এবার বিস্ফোরক অভিযোগ সোনু নিগমের। মিউজিক ইন্ডাস্ট্রি তাঁর বিরুদ্ধে জোটবদ্ধ হয়েছে বলে অভিযোগ তুলেছেন সোনু। গায়কের সরাসরি অভিযোগ টি সিরিজের কর্ণধার ভূষণ কুমারের বিরুদ্ধে।
সোমবার সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে সোনু বলেছেন, 'আমি কারও নাম নিয়ে কিছু বলিনি। শুধু বলেছিলাম নতুন প্রজন্মকে মিউজিক ইন্ডাস্ট্রি সুযোগ দিক। কিন্তু মাফিয়া তো তার রূপ ধরবেই। বিভিন্ন লোকেদের আমার বিরুদ্ধে মুখ খুলতে উস্কানি দেওয়া হচ্ছে। ৬ জন ইতিমধ্যেই আমার বিরুদ্ধে গিয়ে সাক্ষাৎকার দিয়েছে। অথচ বছরের পর বছর ধরে তারাই আমার কাছে সঙ্গীত জগতের অস্বচ্ছতা নিয়ে অভিযোগ করে আসছে।'
সোনু আরও বলেছেন, 'এই ৬ জনের মধ্যে একজনের ভাই এক বছর আগেই নিজে মিউজিক ইন্ডাস্ট্রির বিরুদ্ধে গিয়ে লিখেছিলেন।' ভিডিওতে আরমান মালিকের ট্যুইট দেখান সোনু। আরমানের ট্যুইটে লেখা রয়েছে মিউজিক ইন্ডাস্ট্রিতে যা চলছে তার বিরুদ্ধে তিনি কতটা অসন্তুষ্ট। এর পরই ভূষণ কুমারের নাম নিয়ে আক্রমণ করেছেন সোনু। বলেছেন, 'ভূষণ তুমি ভুলে গিয়েছো ওই সময়টা যখন তুমি আমার বাড়িতে এসে বলতে, ভাই আমার অ্যালবামটা করে দাও। দিওয়ানা করে দাও, স্মিতা ঠাকরের সঙ্গে দেখা করিয়ে দাও। বাল ঠাকরের সঙ্গে দেখা করিয়ে দাও। ভাই, আবু সালেমের হাত থেকে আমায় বাঁচাও। এসব মনে আছে কি?'
এরই সঙ্গে সোনু বলেছেন, তিনি ভূষণের বিরুদ্ধে অভিনেত্রী মেরিনা কৌরকে যৌন হেনস্থার যে অভিযোগ তুলেছিলেন সে প্রসঙ্গও। তবে সোনুকে জবাব দিয়েছেন ভূষণের স্ত্রী তথা অভিনেত্রী দিব্যা খোসলা। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘এখন কে কত ভাল প্রচার করতে পারছে তার ওপরই সব কিছু নির্ভর করে। এখন তো শুধু প্রচারের জোরে মিথ্যে কথাও বিশ্বাস করিয়ে দেওয়া যায়। সোনু নিগমের মতো মানুষরা জানেন কীভাবে শ্রোতাদের মন নিয়ে খেলা করতে হয়।’ আর একটি পোস্টে দিব্যা লিখেছেন, ‘টি সিরিজ সংস্থা আপনাকে সুযোগ দিয়েছিল সোনু নিগমজি। ভূষণের ওপর এত রাগ থাকলে আগে বলেননি কেন। কেন এখন প্রচার চাইছেন। কিছু মানুষ অকৃতজ্ঞই হয়।’
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খবর
Advertisement