এক্সপ্লোর
Advertisement
দেখুন ভিডিওতে: রাস্তায় বৃদ্ধ ভিখারীর ছদ্মবেশে গান গাইলেন সনু নিগম, কেউ চিনতে পারলেন না
মুম্বই: মুম্বইয়ের রাস্তায় বৃদ্ধ ভিখারীর ছদ্মবেশে গান গাইলেন গায়ক সনু নিগম। স্বাভাবিক ভাবেই হারমোনিয়াম নিয়ে তিনি সুরের জাল বুনতে শুরু করার সঙ্গে সঙ্গে সেখানে একাধিক লোক দাঁড়িয়ে পড়ে। কিন্তু খুব অদ্ভূত ভাবেই কেউ তাঁকে চিনতে পারেননি।
তবে এই ভিডিও থেকে একটা জিনিষ পরিষ্কার, তারকারাও জীবনে যত সাফল্য, খ্যাতি, সুনাম, যশ অর্জন করুক না কেন, কোনও না কোনও সময় জীবনের ছোট ছোট সাধারণ আনন্দ তাঁদেরও আকৃষ্ট করে, আপ্লুত করে।
বিইং ইন্ডিয়ান-এর সঙ্গে জোট বেঁধে একটি গবেষণা করেন বলিউডের এই জনপ্রিয় গায়ক। তারজন্যে তিনি মেকআপ করে বৃদ্ধ ভিখারীর ছদ্মবেশে দীর্ঘক্ষণ রাস্তায় বসে গান শোনান পথ চলতি মানুষকে।
এভাবে ছদ্মবেশে গান গাওয়ার কারণ বলতে দিয়ে গায়ক জানান তিনি জীবনের ছোট ছোট আনন্দগুলো উপভোগ করতে চান। যা কয়েক লক্ষ টাকা দিয়েও তিনি কিনতে পারবেন না। ভিডিওতে দেখা গেছে একটি ছেলে তাঁর গান শুনে, সবাইয়ের অলক্ষ্যে তাঁকে ১২ টাকা দিয়ে গেছেন। সেই ১২ টাকা গায়কের কাছে এতটাই অমূল্য, যে তিনি তাঁর অফিসে তা ফ্রেমবন্দি করে রেখেছেন। তিনি সেই পথচলতি তরুণের সঙ্গে একবার দেখাও করতে চান, কারণ তাঁর এই নিঃস্বার্থ ভালবাসা ফিরিয়ে দিতে চান গায়ক।
সনু নিগম রাস্তায় গান গাওয়ার পর এই ছোট্ট পাওনার অনুভূতির কথা বলতে গিয়ে বলেন, আমরা প্রতিটি মানুষ আজ আগামী দিনে কী হবে সেই ভেবে ভারাক্রান্ত। আমরা প্রত্যেকে এক অদ্ভূত অজানা লক্ষ্যে ছুটে চলেছি। যার জেরে হারিয়ে ফেলছি জীবনের সামান্য কিছু অনাবীল আনন্দের মুহূর্তগুলো।
ভিডিও সৌজন্যে বিইং ইন্ডিয়ান/ ইউটিউব
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement