Sonu Sood: জিম করতে পারবেন, তাও বিনামূল্যে! হদিশ দিচ্ছেন সোনু সুদ
Sonu Sood Workout Session : এবার সোশ্যাল মিডিয়ায় নিজের শরীরচর্চার ভিডিও শেয়ার করে নিলেন তিনি। অভিনেতা অভিনেত্রীদের শরীরচর্চার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেওয়া নতুন নয়
কলকাতা: তিনি চিরকালই ফিটনেস ফ্রিক। আর চিরাচরিত ধারার বিপরীতে হেঁটে তিনি জয় করে নিয়েছেন অনুরাগীদের মন। তিনি সোনু সুদ (Sonu Sood)। করোনাকালে যে বলিউড তারকা হয়ে উঠেছিলেন 'মসিহা' , যিনি হাত বাড়িয়ে দিয়েছিলেন বহু পীড়িত মানুষদের দিকে.. তাঁকে যেন সেসময়ে নতুনভাবে চিনেছিলেন মানুষ। পর্দায় নেতিবাচক চরিত্রে যাঁর অভিনয় শিরদাঁড়া দিয়ে ঠাণ্ডা স্রোত বইয়ে দেয়, তাঁর মানবিক রূপ মানুষ চিনেছিল, মুগ্ধ হয়েছিল।
আর এবার সোশ্যাল মিডিয়ায় নিজের শরীরচর্চার ভিডিও শেয়ার করে নিলেন তিনি। অভিনেতা অভিনেত্রীদের শরীরচর্চার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেওয়া নতুন নয়। তবে সোনুর শেয়ার করা ভিডিও কোনও জিম থেকে নয়, একেবারে প্রকৃতির মাঝখান থেকে। সোনুর শেয়ার করে ভিডিওতে দেখা গেল, পাহাড়ে ঘেরা একটি কটেজের বিস্তৃত মাঠে শরীরচর্চা করছেন তিনি। কখনও ছুটছেন, কখনও আবার সিঁড়িতে শরীরচর্চা করছেন। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করে সোনু লিখেছেন, 'প্রকৃতিই জিম। আর বিনামূল্যেই গ্রহণ করা যায় সেখানকার সদস্যপদ।' হ্যাশট্যাগে চোখ রেখে জানা গেল, এই ভিডিও মানালির।
করোনা পরিস্থিতি সামাল দেওয়ার পরেও থেমে থাকেনি সোনুর সমাজের জন্য কাজ করা। সম্প্রতি বিহারের কাটিহারের এক ইঞ্জিনিয়ারের সঙ্গে আলাপ হয়েছিল সোনু সুদের। যিনি চাকরি ছেড়ে অনাথ শিশুদের জন্য শুরু করেছেন স্কুল। এবং সেই স্কুলের নাম রেখেছেন সমাজকর্মী ও অভিনেতা সোনু সুদের নামে। নিজের সোশ্যাল মিডিয়ায় সদ্যই সেই স্কুলের কথা উল্লেখ করে সোনু সুদ ঘোষণা করেছিলেন যে ওই শিশুদের জন্য স্কুলবাড়ি তৈরি করবেন তিনি যাতে উচ্চশিক্ষার ক্ষেত্রেও তাদের অসুবিধা না হয়।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে, সোনু সুদ নিজেই চমকে গিয়েছিলেন ২৭ বছর বয়সী ইঞ্জিনিয়ার বীরেন্দ্র কুমার মাহাতোর কথা পড়ে। নিজের নিশ্চিত বেতনের চাকরি ছেড়ে অনাথ শিশুদের জন্য স্কুল শুরু করেন তিনি এবং নাম রাখেন সোনুর নামে। প্রায় ১১০জন শিশুকে বিনামূল্যে শিক্ষা এবং খাদ্য সরবরাহের দায়িত্ব নেন বীরেন্দ্র। তাঁর এই প্রচেষ্টায় মুগ্ধ হন অভিনেতা। তিনি দেখা করেন বীরেন্দ্র ও ওই শিশুদের সঙ্গে। বীরেন্দ্রর এই স্কুল ওই শিশুদের থাকার জায়গাও বটে।
বীরেন্দ্রর সঙ্গে সময় কাটিয়ে স্কুলের জন্য কী কী প্রয়োজন তা বোঝার চেষ্টা করেন সোনু, রেশন থেকে শিক্ষার গুণগত মান, সচেতনতা বৃদ্ধি থেকে ধনী ও গরিবের মধ্যে শিক্ষার ব্যবধান নিশ্চিহ্ন করা, সব নিয়েই আলোচনা হয়। দিনের শেষে সোনু সুদ নতুন স্কুলবাড়ির কাজ শুরু করেন, যেখানে আরও বেশি সংখ্যক দুঃস্থ শিশু এসে পড়াশোনা করতে পারবে এবং সকলে যেখানে পেট ভরে খেতে পাবে।
আরও পড়ুন: Health News : ডায়াবেটিস ও প্রি-ডায়াবেটিসের মধ্যে পার্থক্য কী ? প্রতিরোধের উপায় কী ?
আরও পড়ুন: Benefits of Peanuts: ক্য়ান্সার প্রতিরোধ করতে বিশেষভাবে উপকারী বাদাম, কখন খাবেন?
View this post on Instagram