(Source: Poll of Polls)
Sonu Sood: ত্রাতা সোনু সুদ! দুর্ঘটনায় আহত ব্যক্তিকে কোলে তুলে পাঠালেন হাসপাতালে
Sonu Sood: এই ভিডিও পোস্ট করে 'সুদ চ্যারিটি ফাউন্ডেশন'-এর পেজে লেখা হয় 'প্রত্যেক জীবনের মূল্য আছে'। আবারও সোনু সুদের প্রশংসায় ভাসছে সোশ্য়াল মিডিয়া।
নয়াদিল্লি: ফের ভাইরাল সোনু সুদ (Sonu Sood) ! আবারও সাধারণ মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সোনু সুদ। নিজেকে উজাড় করে সাহায্য করলেন।
সম্প্রতি অভিনেতার সংস্থা 'সুদ চ্যারিটি ফাউন্ডেশন'-এর (Sood Charity Foundation) সোশ্যাল মিডিয়া থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে দেখা যাচ্ছে পথ দুর্ঘটনায় জখম হওয়া এক ব্যক্তি উদ্ধার করে নিয়ে যাচ্ছেন সোনু।
বুধবার সন্ধ্যায় শেয়ার করা ভিডিওটিতে দেখা যাচ্ছে সোনু এবং তাঁর দল একটি হাইওয়েতে দুর্ঘটনাস্থলে পৌঁছেছে এবং একজন অচেতন ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যেতে সাহায্য করছে।
রাতের রাস্তার ধারে দুটি গাড়ির সংঘর্ষ হয় বলে মনে হচ্ছে। সোনু এবং তাঁর বন্ধুরা গাড়ির দরজা খোলার চেষ্টা করে। সেই গাড়ির ড্রাইভার তখনও ভিতরে রয়েছেন। তাঁরা প্রথমে একটি দরজা খোলার চেষ্টা করে এবং সোনু অবশেষে ভিতরে প্রবেশ করতে সক্ষম হন। এরপর সোনু আহত ব্যক্তিকে গাড়ি থেকে অচেতন অবস্থায় টেনে বের করেন এবং তাঁকে দুই হাতে পাঁজাকোলা করে নিয়ে গিয়ে গাড়ির পিছনের আসনে বসিয়ে দেন তিনি।
Every Life Counts 🙏@SonuSood pic.twitter.com/veu5M6fcqU
— Sood Charity Foundation (@SoodFoundation) February 9, 2022
পরবর্তী কয়েকটি ক্লিপ হাসপাতালের। সেখানে একজনকে স্ট্রেচারে শুয়ে থাকতে দেখা যায়। তাঁর শরীর রক্তে ভেসে যাচ্ছে। ভিডিওতে সোনুকেও দেখা যাচ্ছে। একজন মহিলা তাঁর কাছে এসে জানান যে সবকিছু ঠিক আছে।
আরও পড়ুন: Saathi Dey Exclusive: চুলে ভর করে মুম্বইতে উড়ান, শিল্পা, কিরণ, বাদশাদের মন জিতেছেন এই বঙ্গকন্যা
এই ভিডিও পোস্ট করে 'সুদ চ্যারিটি ফাউন্ডেশন'-এর পেজে লেখা হয় 'প্রত্যেক জীবনের মূল্য আছে'। আবারও সোনু সুদের প্রশংসায় ভাসছে সোশ্য়াল মিডিয়া।
করোনা কাল থেকেই সোনু সুদের অবদান দেশবাসীর জানা। চেনা-জানা তাঁর জন্য জরুরি নয়। মানুষ বিপদে পড়লেই যখনই খবর পেয়েছেন, পাশে দাঁড়িয়েছেন অভিনেতা সোনু সুদ।