Sonu Sood Social Media: নিজের জন্য অত্যধিক টাকা খরচ না করে দান করতে শিখুন: সোনু সুদ
আজ নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন সোনু সুদ। সেখানে তিনি লেখেন, 'জীবনে যদি আপনার যথেষ্ট আর্থিক সামর্থ্য থাকে, তাহলে সেটা আশীর্বাদ। সেটা নিয়ে কেবল নিজের জীবন যাপনের উন্নতি করার চেষ্টা করবেন না। বরং মানুষকে দেওয়া ও সাহায্য করার চেষ্টা করো। নিজের জন্য অর্থব্যয় না করে তা বিলিয়ে দিতে শিখুন।' ছোট্ট এই ট্যুইটের মধ্যে দিয়েই সমাজসেবার কাজে সবাইকে এগিয়ে আসার বার্তা দিয়েছেন সোনু।
মুম্বই: বলিউডে বক্স অফিসে ছবির ব্যবসা দিয়েই মাপা হয় তারকাদের যশ, খ্যাতি। কিন্তু কেবল অভিনয়, গ্ল্যামার বা পেশাদারি সাফল্য নয়, মানবিকতা দিয়েও যে অনায়াসে মন জয় করা যায় তা শেখালেন সোনু সুদ। আসমুদ্র হিমাচল যাঁকে চেনে ‘দাবাং’-এর ছেদী সিং’ হিসাবে। তাঁর নিষ্ঠুর চাহনি, পেশিবহুল চেহারা আর খুনে মেজাজ দর্শকদের শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত বইয়ে দেয়। করোনা আবহে অবশ্য উলটপুরাণ হয়েছে। পর্দার খলনায়ক সোনু এখন জনতার চোখে ‘মসিহা’। লকডাউনে ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিকদের ফেরাতে তাঁর মহৎ উদ্যোগ দৃষ্টান্ত স্থাপন করেছে। নিজে রাস্তায় নেমে শ্রমিকদের ফেরার ব্যবস্থা করেছেন। হাতে তুলে দিয়েছেন খাবারের প্যাকেট, জল। শুধু তাই নয়, অনাথ শিশুদের শিক্ষার ব্যবস্থা থেকে শুরু করে হাসপাতালে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা সবকিছুতেই অগ্রগণ্য সোনু ও তাঁর টিম।
আজ নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন সোনু সুদ। সেখানে তিনি লেখেন, 'জীবনে যদি আপনার যথেষ্ট আর্থিক সামর্থ্য থাকে, তাহলে সেটা আশীর্বাদ। সেটা নিয়ে কেবল নিজের জীবন যাপনের উন্নতি করার চেষ্টা করবেন না। বরং মানুষকে দেওয়া ও সাহায্য করার চেষ্টা করো। নিজের জন্য অর্থব্যয় না করে তা বিলিয়ে দিতে শিখুন।' ছোট্ট এই ট্যুইটের মধ্যে দিয়েই সমাজসেবার কাজে সবাইকে এগিয়ে আসার বার্তা দিয়েছেন সোনু।
তবে এই প্রথম নেয়, এর আগেও মানুষকে দেশের কাজ করার ডাক দিয়েছেন সোনু। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় সোনু লিখেছিলেন, '১৫ অগাস্ট যাঁরা দেশ ভক্তি দেখান, তাঁদের জন্য বার্তা, দেশের জন্য কিছু করার বা দেশভক্তি দেখানোর এর থেকে ভালো সময় আর আসবে না।' অভিনেতার বার্তায় স্পষ্ট, দেশের এই কঠিন সময়েই তো এগিয়ে আসা উচিত সাধারণ মানুষের। এই প্রথম নয়, এর আগেও বিভিন্ন ধর্মীয় আচারকে সাধারণ মানুষের ভালোর জন্য ব্যবহার করার বার্তা দিয়েছেন সোনু। এর আগে শিবরাত্রির সময় তিনি লেখেন, "দয়া করে ভগবান শিবের ছবি ফরোয়ার্ড করবেন না। বরং মহা শিবরাত্রি পালন করতে চাইলে জন্য এমন কাউকে সাহায্য় করুন যাঁর সাহায্যের প্রয়োজন। ওম নম শিবায়।"