এক্সপ্লোর
Advertisement
দু’নৌকায় পা দিয়ে চলতে পারব না, অভিনেতা হিসেবে বহুদূর যাওয়া বাকি, রাজনীতিতে আসা প্রসঙ্গে মন্তব্য সোনু সুদের
সোনু আরও বলেছেন, আমি যদি রাজনীতিতে যোগ দিই, তাহলে নিজের ১০০ শতাংশ দেব।
মুম্বই: করোনা অতিমারীর সময় সারা দেশে বাস্তবের নায়ক হয়ে গিয়েছেন বলিউড তারকা সোনু সুদ। লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরতে সাহায্য করা দিয়ে তাঁর কর্মকাণ্ডের শুরু। এরপর থেকেই অসংখ্য মানুষকে সাহায্য করে চলেছেন তিনি। এবার কি তাহলে এই অভিনেতাকে রাজনীতির ময়দানে দেখা যাবে? এই প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আমি গত ১০ বছর ধরেই রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তাব পাচ্ছি। অনেকেই আমাকে বলেছে, ‘তুমি একজন মহান নেতা হবে।’ কিন্তু আমার মনে হয়, অভিনেতা হিসেবে এখনও বহুদূর যাওয়া বাকি। আমি এখনও অনেককিছু করতে চাই। যে কোনও সময়ই রাজনীতিতে যোগ দেওয়া যায়। আমি দু’নৌকায় পা দিয়ে চলতে পারব না।’
সোনু আরও বলেছেন, ‘আমি যদি রাজনীতিতে যোগ দিই, তাহলে নিজের ১০০ শতাংশ দেব। আমি নিশ্চিত করার চেষ্টা করব, কেউ যেন কোনও সমস্যায় না থাকেন। আমি সময় দেব, তাঁদের সমস্যার সমাধান করব। আমি এখনই তার জন্য তৈরি না। এখন আমাকে কোনও ব্যক্তির কাছে জবাব দিতে হয় না। সেই কারণে অনেক খোলামেলাভাবে কাজ করতে পারছি। আমি কী করব, সেটা কোনও ব্যক্তি বা দলকে জিজ্ঞাসা করতে হয় না। আমি নিজে সিদ্ধান্ত নিয়ে কাজ করতে পারি।’
পরিযায়ী শ্রমিকদের দুর্দশার কথা উল্লেখ করে এই অভিনেতা বলেছেন, ‘সারা দেশে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিকের হেঁটে যাওয়ার দৃশ্য দেখে সবাই বিচলিত হয়ে পড়েছিলেন। আমরা যখন রোজ ৪৫,০০০ মানুষকে খাবার দিচ্ছিলাম, সেই সময়ের কথা মনে আছে। ঠানেতে কলবা চক নামে একটি জায়গা আছে। সেখানে আমরা খাবার বিলি করছিলাম। আমি দেখতে পাই, একদল মানুষ বাচ্চাদের নিয়ে হেঁটে যাচ্ছেন। আমি তাঁদের জিজ্ঞাসা করি, আপনারা কোথায় যাচ্ছেন? তাঁরা জবাব দেন, কর্ণাটকে যাচ্ছেন। আমি তাঁদের অপেক্ষা করতে বলি। এরপর প্রয়োজনীয় অনুমতি নিয়ে তাঁদের বাসে তুলে দিই। সেই বাস যখন ছাড়ে, তখন তাঁদের চোখে জল ও মুখে হাসি দেখেছিলাম।’
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement