Sooryavanshi Box Office: ১০০ কোটির ক্লাবে 'সূর্যবংশী', তিন দিনে কত টাকার ব্যবসা করল অক্ষয় কুমারের ছবি?
'সূর্যবংশী' মুক্তি পাওয়ার পর থেকেই সিনেমাহলে দর্শকদের আসা যাওয়া বেড়েছে। গত তিনদিনের বক্স অফিস কালেকশন দেখে এই ছবি যে ধামাকাদার রেকর্ড গড়বে তা খানিকটা আন্দাজ আগে থেকেই করতে পারছেন ট্রেড অ্যানালিস্টরা
মুম্বই: গত ১৯ মাস অপেক্ষা করার পর চলতি বছর দীপাবলিতে মুক্তি পেয়েছে পরিচালক রোহিত শেট্টির নতুন ছবি 'সূর্যবংশী' (Sooryavanshi)। আসলে ছবিটি গতবছর ২৪ মার্চ মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে তা আটকে যায়। অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ অভিনীত 'সূর্যবংশী' ছবিটি মুক্তি পেতেই দর্শকরা হলমুখী হয়েছেন। আর তাতেই বিশ্বজুড়ে বক্স অফিস কালেকশনের হিসেবে ১০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে এই ছবি।
পরিচালক রোহিত শেট্টির নতুন ছবি 'সূর্যবংশী' মুক্তি পাওয়ার পর থেকেই সিনেমাহলে দর্শকদের আসা যাওয়া বেড়েছে। গত তিনদিনের বক্স অফিস কালেকশন দেখে এই ছবি যে ধামাকাদার রেকর্ড গড়বে তা খানিকটা আন্দাজ আগে থেকেই করতে পারছেন ট্রেড অ্যানালিস্টরা। মাত্র তিনদিনের বিশ্বজুড়ে বক্স অফিস কালেকশনের হিসেবে একশো কোটির ক্লাবে পৌঁছে গেল এই ছবি। <
>
প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে সিনেমাহল বন্ধ থাকায় বলিউডে একাধিক ছবির মুক্তি আটকে ছিল। মহারাষ্ট্র সরকার সিনেমাহল খোলার ঘোষণার পরই একে একে আটকে থাকা ছবিগুলির মুক্তির দিন ঘোষণা করেন পরিচালক থেকে প্রযোজক, অভিনেতা, অভিনেত্রীরা। ছবির শ্যুটিং এবং প্রোডাকশনের কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর প্রায় ১৯ মাস ধরে মুক্তির জন্য অপেক্ষায় দিন গুনছিল 'সূর্যবংশী'। যখন ওটিটি প্ল্যাটফর্মই ছবি মুক্তির একমাত্র মাধ্যম হয়ে দাঁড়িয়েছিল, তখনও শুধুমাত্র সিনেমাহলে মুক্তির জন্য এই ছবি আটকে রেখেছিলেন পরিচালক রোহিত শেট্টি এবং 'সূর্যবংশী' নির্মাতারা। আর তার ফল হাতেনাতেও পাচ্ছেন তাঁরা। সিনেমাহলে মুক্তি পেতেই কার্যত ঝড় তুলেছে অক্ষয় কুমারের এই ছবি। অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফ এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করলেও রণবীর সিংহ এবং অজয় দেবগনকে ছবির দুটি বিশেষ ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে। ফলে মাল্টিস্টারার এই ছবি যে দর্শকদের পছন্দ হবে, তা আগে থেকেই আন্দাজ করা যাচ্ছিল।<
>
গত তিন দিনের বক্স অফিস কালেকশন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করেছেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ। দেশজুড়ে প্রথমদিন ২৬.২৯ কোটি, দ্বিতীয় দিন ২৩.৮৫ কোটি টাকার ব্যবসা করার পর তৃতীয়দিন রবিবার হওয়ার কারণে যে বক্স অফিসে কালেকশন আরও বাড়বে তার আন্দাজ আগে থেকেই করেছিলেন তিনি। তাঁর আন্দাজ সঠিক হয়। রবিবার 'সূর্যবংশী' দেশজুড়ে ব্যবসা করেছে ২৬.৯৪ কোটি টাকার। সবমিলিয়ে দেশজুড়ে তিনদিনে ৭৭.০৮ কোটি টাকার ব্যবসা করেছে। অন্যদিকে বিশ্বজুড়ে একশো কোটির ক্লাবে পৌঁছে গেল 'সূর্যবংশী'।