Soumitrisha Kundoo: এবার ওয়েব সিরিজে ডেবিউ সৌমিতৃষার, 'কালরাত্রি'-তে থাকছেন আর কে কে?
Soumitrisha Kundoo on Kaal Ratri: সৌমিতৃষা বলতেই দর্শকদের মনে পড়ে 'মিঠাই'। ছোটপর্দার জনপ্রিয় এই ধারাবাহিক যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। টিআরপি তালিকার একেবারে ওপরের দিকেই থাকত এই ধারাবাহিক
কলকাতা: 'হইচই' (Hoichoi)-এর পর্দায় আসছে নতুন মার্ডার মিস্ট্রি ওয়েব সিরিজ 'কালরাত্রি' (Kaalratri)। এই সিরিজের মুখ্যভূমিকায় দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় মুখ সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo)-কে। এই প্রথম 'হইচই'-এর সঙ্গে কাজ করতে চলেছেন সৌমিতৃষা। অভিনেত্রীর এটাই প্রথম ওয়েব সিরিজ। সৌমিতৃষা ছাড়াও এই ওয়েব সিরিজে রয়েছেন, ইন্দ্রাশীষ রায় (Indrasish Ray), রাজদীপ গুপ্ত (Rajdeep Gupta), রূপাঞ্জনা (Rupanjana Mitra), সৈরীতি বন্দ্যোপাধ্যায় (Sairity Banerjee), অনুজয় চট্টোপাধ্যায় (Anujoy Chattopadhyay) ও অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে এই সিরিজের শ্যুটিং। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। খুব তাড়াতাড়িই 'হইচই'-তে মুক্তি পাবে এই সিরিজ।
এই গল্প সৌমিতৃষার চরিত্রকে নিয়েই। তাঁর নাম হয়েছে 'দেবী'। 'দেবী'-র বিয়ের দিনই ফলে যায় তাঁর ঘনিষ্ঠ বন্ধু 'মায়া'-র করা এক ভবিষ্যৎবাণী। বিয়ের পরেই মারা যায় 'দেবী'-র স্বামী। অদ্ভুত একটা পরিস্থিতির সম্মুখীন হয় 'দেবী'। এই গল্প এমন এক জটিল রহস্য নিয়ে, যে কোনও দর্শককেই একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত টান টান উত্তেজনার মধ্যে রাখবে। 'দেবী'-র চরিত্রের মধ্যে অদ্ভুত একটা দ্বৈতসত্ত্বা রয়েছে। একদিকে যেমন সত্যকে খুঁজে বের করার জন্য রহস্যের খোঁজ, তেমনই স্বামী হারানোর জন্য একটা মানসিকভাবে বিদ্ধস্ত পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় তাঁকে।
সৌমিতৃষা বলতেই দর্শকদের মনে পড়ে 'মিঠাই'। ছোটপর্দার জনপ্রিয় এই ধারাবাহিক যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। টিআরপি তালিকার একেবারে ওপরের দিকেই থাকত এই ধারাবাহিক। ইতিমধ্যেই দুটি ছবিতে অভিনয়ও করে ফেলেছেন সৌমিতৃষা। একটি মুক্তি পেয়ে গিয়েছে। দেবের নায়িকা হিসেবেই দেখা গিয়েছিল তাঁকে। অন্যদিকে সদ্য '১০ জুন' নামে একটি ছবির কাজ শেষ করেছেন সৌমিতৃষা। সিরিজটি পরিচালনা করছেন অয়ন চক্রবর্তী। এর আগে 'নিখোঁজ' ওয়েব সিরিজটি মুক্তি পেয়েছে। সেটারও পরিচালক ছিলেন অয়ন। আর এবার নতুন একটি গল্পে দেখা যাবে তাঁকে।
সৌমিতৃষা এই প্রোজেক্টটি নিয়ে বলছেন, 'কালরাত্রি আমার কাছে খুব বিশেষ একটা কাজ। আমার ওয়েব সিরিজে পা রাখাও। 'দেবী' চরিত্রটার মধ্যে অনেকগুলো স্তর রয়েছে। এমন একটা চরিত্রের সুযোগ পেয়ে আমি ভীষণ খুশি। আশা করি মানুষের ভীষণ পছন্দ হবে এই সিরিজটি।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।